National

ব্রিটেনকে টপকে ৪ নম্বরে ভারত

ব্রিটেনকেও এবার টপকে গেল ভারত। উঠে এল ৪ নম্বরে। করোনা সংক্রমণের নিরিখে।

Published by
News Desk

নয়াদিল্লি : ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানিকে এক এক করে টপকে গেছে ভারত। সংক্রমণের নিরিখে এবার ব্রিটেনকেও টপকে গেল। ব্রিটেনকে টপকে ভারত এখন ৪ নম্বরে অবস্থান করছে। সংক্রমণের নিরিখে ভারতের আগে রয়েছে বিশ্বের ৩টি দেশ। রাশিয়া, ব্রাজিল ও আমেরিকা। ভারতে এদিন যেখানে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৯৭ হাজার ৫৩৫, সেখানে ব্রিটেনে এখন মোট সংক্রমণের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৪০৯।

করোনা সংক্রমণ ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এদিন রেকর্ড গড়েছে সংক্রমণ। একদিনে এই প্রথম ভারত ১০ হাজার সংক্রমণ পার করল। গত একদিনে শুধু আক্রান্তের নিরিখে ১০ হাজারই পার করেনি, পৌঁছে গেছে সোজা ১১ হাজারের দোরগোড়ায়। গত একদিনে ভারতে নতুন করে সংক্রমণ হয়েছে ১০ হাজার ৯৫৬ জনের। সংক্রমণে ভারত এখন প্রায় ৩ লক্ষের দরজায়।

বিশ্বজুড়ে এখনও করোনা সংক্রমণে শীর্ষে রয়েছে আমেরিকা। মৃত্যুর নিরিখেও আমেরিকাই মাথায়। আমেরিকায় মোট সংক্রমণের সংখ্যা ২০ লক্ষ ৯০ হাজার। মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৬ হাজার মানুষের। তার পিছনেই রয়েছে ব্রাজিল। ব্রাজিলে ৮ লক্ষ সাড়ে ৫ হাজার মানুষ করোনা সংক্রমণের শিকার। মৃত্যু হয়েছে ৪১ হাজারের ওপর মানুষের। ৩ নম্বরে রয়েছে রাশিয়া। রাশিয়ায় আক্রান্ত ৫ লক্ষ ১১ হাজারের ওপর। মৃত্যু হয়েছে ৬ হাজার ৭১৫ জনের। তারপরই রয়েছে ভারত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts