National

পুরুষাঙ্গে স্ত্রীর লাথি, মৃত স্বামী!

Published by
News Desk

স্বামী এডসে আক্রান্ত। দেরিতে হলেও কথাটা জানতে পারার পর থেকেই স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে অরাজি ছিলেন তিনি। কিন্তু গত শনিবার রাতে স্বামী সুরেশ নাছোড় জিদ ধরেন। স্ত্রী নির্মলাকে জোর করতে শুরু করেন। এভাবে জোরজবরদস্তি সঙ্গমের চেষ্টা মেনে নিতে পারেননি স্ত্রী। স্বামীকে নিরস্ত করতে সজোরে লাথি কষিয়ে দেন বছর ৪৫-এর সুরেশের পুরুষাঙ্গে। আর তাতেই বিপত্তি। লাথির আঘাত সহ্য করতে না পেরে মৃত্যু হয় স্বামীর।

পুলিশ জানিয়েছে, পেশায় ট্যাক্সিচালক বেঙ্গালুরুর সুরেশের এডস ধরা পড়ে বছর চারেক আগে। কিন্তু সেকথা তিনি বাড়িতে বলেননি। পরে তাঁর স্ত্রী বিষয়টি জানতে পারেন। তারপর থেকেই সংক্রমণের ভয়ে স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক এড়িয়ে চলতেন তিনি। সুরেশ-নির্মলার ১৪ বছরের একটি মেয়ে আছে।

Share
Published by
News Desk