National

মাংসে পেঁয়াজ বোমা লুকিয়ে শেয়াল হত্যা, গ্রেফতার ১২

মাংসের মধ্যে লুকোনো ছিল বোমা। তা খেতেই মুখে ফেটে যায় বিস্ফোরক। ঘটনায় গ্রেফতার ১২ মধু সংগ্রহকারী।

Published by
News Desk

চেন্নাই : জঙ্গলে মধু সংগ্রহে গিয়েছিলেন ১২ জন। তাঁদের নজরে পড়ে একটি শেয়াল সেখানে ঘোরাফেরা করছে। শেয়ালকে হঠাতে এক ভয়ংকর রাস্তা নেন তাঁরা। শেয়ালটি যেখানে ঘুরছিল সেখানে বেশ কয়েকটি মাংসের টুকরো ছড়িয়ে দেন। কিন্তু সেই মাংসের টুকরোয় লুকোনো ছিল পেঁয়াজ বোমা। পেঁয়াজ বোমা সাধারণত দিওয়ালীতে ব্যবহার হয়ে থাকে। সেই বোমা মাংসের মধ্যে যে গোঁজা আছে তা শেয়ালটির পক্ষে বোঝা সম্ভব ছিলনা।

শেয়ালটি এরপর সেই টোপে সাড়া দেয়। একটি মাংসের টুকরো নিয়ে চিবোতে শুরু করতেই তার মুখের মধ্যে ওই পেঁয়াজ বোমাটি ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মৃত্যু হয় শেয়ালটির। কদিন আগেই কেরালায় এক গর্ভবতী হাতিকে আনারসে বোমা লুকিয়ে খাইয়ে একইভাবে হত্যা করা হয়েছিল। যা নিয়ে তোলপাড় হয় দেশ। তাছাড়া একইভাবে আটার লেচিতে বোমা লুকিয়ে এক গরুকে খাইয়েও তাকে রক্তাক্ত করা হয়।

শেয়ালটিকে হত্যার ঘটনায় ইতিমধ্যেই ওই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই মধু সংগ্রহকারীরা শেয়ালটিকে এভাবে হত্যার পর তাঁদের সঙ্গে থাকা একটি ব্যাগে শেয়ালটির দেহ লুকিয়ে নিয়ে আসছিলেন। রাতে শেয়ালটিকে হত্যা করা হয়েছিল। ভোরে ওই ১২ জন একটি চায়ের দোকানে যখন চা খাচ্ছিলেন তখন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন এক কনস্টেবল। তাঁদের ব্যাগ তল্লাশিও করেন তিনি। তখনই ব্যাগ থেকে শেয়ালটি উদ্ধার হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk