National

এবিভিপি-র বিরুদ্ধে পোস্ট, ধর্ষণের হুমকির অভিযোগ গুরমেহেরের

Published by
News Desk

এবিভিপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় তাঁকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। এমনই দাবি করলেন দিল্লির শ্রীরাম কলেজের ছাত্রী গুরমেহের কউর। দিল্লির রামজশ কলেজে ওমর খালিদকে বক্তা হিসাবে ডেকেও তা বাতিল করাকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন আইসা ও এবিভিপি-র মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার পরই গুরমেহের ফেসবুকে একটি পোস্ট করেন। কার্গিল যুদ্ধে তাঁর বাবা মনজিতের মৃত্যুর কারণ পাকিস্তান নয়, যুদ্ধ বলে লিখে ফেসবুকে পোস্ট করেন তিনি। পোস্ট করেন এবিভিপিকে তিনি ভয় পাননা, দেশের সব ছাত্রছাত্রী তাঁর সঙ্গে আছে। এই পোস্ট মুহুর্তে ভাইরাল হয়ে যায়। গুরমেহেরের দাবি তারপরই তাঁর কাছে হুমকি বার্তা আসতে শুরু করে। ধর্ষণের হুমকিও দেওয়া হয়। যা নিয়ে ইতিমধ্যেই দিল্লি মহিলা কমিশনে নালিশ জানিয়ে এসেছেন তিনি। এই দিকে গুরমেহেরের মাথায় এসব কে ঢোকাচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। ট্যুইট করে রিজিজু জানান, ভারত কোনও দেশকে অযথা আক্রমণ করতে যায়না। কিন্তু সেই সুযোগে অনেকে এখানে আগ্রাসন চালানোর চেষ্টা করেছে। বিজেপি সাংসদ প্রতাপ সিনহা আরও একধাপ এগিয়ে গুরমেহেরকে দাউদের সঙ্গে তুলনা করে দুজনের পাশাপাশি ছবি পোস্ট করেছেন। গুরমেহেরকে কটাক্ষ করে ট্যুইটারে প্রতাপের দাবি, দাউদ দেশ বিরোধী অবস্থানে বাবাকে জড়ায়নি।

 

Share
Published by
News Desk