ফাইল : পঞ্জাবের অমৃতসরে লকডাউনে বন্ধ দোকান, ছবি - আইএএনএস
আইজল : ১ জুন থেকে শুরু হয়েছে আনলক-১ পর্ব। দেশের প্রতিটি কোণায় খুলে যাচ্ছে অফিস, দোকানপাট, মল, রেস্তোরাঁ, ধর্মস্থান। এমন নয় যে করোনার প্রকোপ প্রশমিত হয়েছে। বরং তা বাড়ছে। কিন্তু অর্থনীতির চাকা সচল রাখতে সব খোলার রাস্তাতেই হেঁটেছে কেন্দ্র তথা দেশের অধিকাংশ রাজ্য। যখন দেশজুড়ে সব খুলতে শুরু করেছে তখন একদম উল্টো পথে হাঁটল মিজোরাম। সেখানে ২ সপ্তাহের জন্য সম্পূর্ণ লকডাউন ঘোষণা হয়েছে।
উত্তরপূর্ব ভারতে করোনা সেভাবে থাবা বসাতে পারেনি। ব্যতিক্রম কেবল অসম ও ত্রিপুরা। বাকি উত্তরপূর্ব ভারতের অন্য রাজ্যে করোনা কখনই দাপট দেখাতে পারেনি। এরমধ্যেই মিজোরামে বাড়তে শুরু করেছে করোনা। মিজোরামে এখনও ৪২ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। যার মধ্যে মাত্র ১ জন সুস্থ হয়ে ফিরেছেন বাড়িতে। বাকি ৪১ জন হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে মিজোরামে লকডাউন ঘোষণা করল সে রাজ্যের সরকার।
সোমবার রাত ১২টার পর থেকেই ২ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা হয়েছে রাজ্যে। ফলে স্তব্ধ থাকবে মিজোরাম। খুব দরকার ছাড়া রাস্তায় বার হতে পারবেননা মানুষজন। গত মে মাসের ৯ তারিখ মিজোরামের একজন মাত্র করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরেন। তারপর থেকে পাহাড় ঘেরা মিজোরামে আর কোনও করোনা রোগী ছিলেন না। জুনের ১ তারিখের পর থেকে সেখানে নতুন করে করোনা সংক্রমণ শুরু হয় পরিযায়ীদের হাত ধরে। যা গত ১ সপ্তাহের মধ্যে ৪১ জন ছুঁয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা