National

আমেরিকার ঘটনার পুনরাবৃত্তি হল যোধপুরে, ভাইরাল ভিডিও

জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় উত্তাল আমেরিকা। প্রায় তেমনই ঘটনার সাক্ষী হল যোধপুর।

Published by
News Desk

জয়পুর : আমেরিকার মিনিয়াপোলিস-এর ঘটনার পুনরাবৃত্তি দেখল রাজস্থানের যোধপুর। এক ব্যক্তিকে রাস্তায় ফেলে হাঁটু দিয়ে তাঁর গলা চেপে ধরেন এক পুলিশকর্মী। ঠিক এভাবেই হাঁটু দিয়ে গলা চেপে মিনিয়াপোলিসে আফ্রিকান-আমেরিকান এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডকে ধরে রাখেন এক পুলিশকর্মী। বেশকিছু মিনিট এভাবে থাকার পর ফ্লয়েড দমবন্ধ হয়ে মারা যান। যা নিয়ে এখন উত্তাল আমেরিকা। ঠিক একইভাবে এক ব্যক্তির গলা চেপে ধরে রাখলেন যোধপুরের এক পুলিশকর্মী। তবে তাঁর অবস্থা ফ্লয়েডের মত হয়নি।

একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গোটা ঘটনা দেশের নজরে আসে। ভিডিওতে দেখা গেছে ২ জন পুলিশকর্মী একজন মুখে মাস্ক না পরে রাস্তায় ঘোরার জন্য মুকেশ কুমার প্রজাপত নামে এক ব্যক্তিকে আটক করেন। তাঁকে রাস্তায় ফেলে তাঁর ঘাড়ের কাছে হাঁটু দিয়ে চেপে ধরেন এক পুলিশকর্মী। কিছুক্ষণের মধ্যে অবশ্য ওই ব্যক্তিকে তুলে গ্রেফতার করতে যান পুলিশকর্মীরা। তখন ঘটে আর এক ঘটনা।

ওই ব্যক্তি পাল্টা পুলিশকেই মারতে শুরু করেন। এক পুলিশকর্মীর মাস্ক ছিঁড়ে দেন। পুলিশের পোশাক ছিঁড়ে দেন। মারধরও করেন। পরে স্থানীয় মানুষ ও পুলিশ তাঁকে চেপে ধরে। ওই ব্যক্তিকে এরপর পুলিশের গায়ে হাত তোলার অভিযোগে গ্রেফতার করা হয়। পুলিশের ইউনিফর্মও ছিঁড়ে দেন মুকেশ কুমার নামে ওই ব্যক্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk