National

দেবী করোনা ভাইরাসের পুজোয় ত্রুটি রাখলেন না ভক্তেরা

বিশ্বব্যাপী আতঙ্কের এখন একটাই নাম করোনা ভাইরাস। সেই মারণ ভাইরাস হয়ে গেল দেবী। তার পুজোও হল ধুমধাম করে।

Published by
News Desk

রাঁচি : একটি গাছ। তারই চারপাশে ঘিরে বসে আছেন অনেক মহিলা। সঙ্গে রয়েছে সিঁদুর, ফুল, পবিত্র জল এবং প্রসাদের জন্য লাড্ডু। মহাধুমধাম করে সেখানে পুজো হচ্ছে। পুজো হচ্ছে দেবী করোনা ভাইরাসের। পুজোয় কোনও ত্রুটি রাখেননি মহিলারা। শ্রদ্ধার সঙ্গেই হয়েছে পুরো পুজো। করোনা ভাইরাস দেবী! তার আবার পুজো! অবাক হওয়ার মত ঘটনা হলেও কেন পুজো তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মহিলারা।

করোনা দেবীর পুজোয় অংশ নেওয়া মহিলারা জানাচ্ছেন, বিশ্বজুড়ে চিকিৎসকেরা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে সারাতে ব্যর্থ। বিজ্ঞানীরা ব্যর্থ করোনার প্রতিষেধক তৈরি করতে। তাই তাঁরা করোনা দেবীর পুজো করছেন, যাতে তাঁদের পরিবার করোনার গ্রাস থেকে দূরে থাকতে পারে। তাঁরা আরও জানিয়েছেন, দেশে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। তারমধ্যে করোনা দেবীর রোষেই হল পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রে ২টি ভয়ংকর ঝড়। তাই করোনা দেবীকে তুষ্ট করে তাঁর ক্রোধ প্রশমিত করার চেষ্টা করতেই এই পুজোর আয়োজন।

ঝাড়খণ্ডের রাঁচির নামকম, জামশেদপুরের বাগবেরা মাঠ সহ আরও ২টি জায়গায় এই করোনা দেবীর পুজো অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। ঝাড়খণ্ডে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিবেশি এই রাজ্যে করোনা সংক্রমিত ৮৬৪ জন। এখনও ৯ জনের মৃত্যু হয়েছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকরা ফেরার পর থেকে ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk