National

দেশে একদিনে রেকর্ড অঙ্ক ছুঁল করোনা সংক্রমিতের সংখ্যা

দেশে একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা রেকর্ড অঙ্ক ছুঁল। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংখ্যা।

Published by
News Desk

নয়াদিল্লি : দেশে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিনই আগের দিনের আক্রান্তের সংখ্যা টপকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ সংক্রমণের শিকার হলেন। এদিন ৯ হাজার পার করল সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩০৪ জন করোনা সংক্রমণের শিকার হয়েছেন। ফলে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা প্রায় ২ লক্ষ ১৭ হাজারে পৌঁছে গেল।

এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৫ জনের। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৪ হাজার ১০৬ জন। অ্যাকটিভ কেস রয়েছে ১ লক্ষ ৬ হাজার ৭৩৭টি। সুস্থ হয়ে ওঠার হার প্রায় ৫০ শতাংশের কাছে পৌঁছে গেছে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মৃত্যুর হারও কমেছে। ভারত এখন বিশ্ব তালিকায় করোনা সংক্রমণে সপ্তম স্থানে অবস্থান করছে।

দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬০ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৫৮৭ জনের। ২ নম্বরে রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার পার করেছে। মৃত্যু হয়েছে ২০৮ জনের। ৩ নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্ত ২৩ হাজার ৬৪৫ জন। মৃত্যু হয়েছে ৬০৬ জনের। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখন আর ১ জনও করোনা আক্রান্ত নেই। ৩৩ জন আগে আক্রান্ত ছিলেন। কিন্তু তাঁরা এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts