National

নির্মম কাণ্ড, আনারসে বোমা লুকিয়ে সন্তানসম্ভবা হস্তিনীকে হত্যা

আনারসে বোমা লুকিয়ে হাতি হত্যার ঘটনা ঘটল ভারতেই। ওই হস্তিনী সন্তানসম্ভবা ছিল। এমন নির্মম ঘটনা যারা ঘটিয়েছে তাদের হন্যে হয়ে খুঁজছে বন দফতর।

Published by
News Desk

পালাক্কড় (কেরালা) : জাতীয় উদ্যান লাগোয়া একটি জলাধার। সেখানেই জল খেতে আসে হাতির পাল। সেই জলের ধার থেকেই উদ্ধার হয় এক পূর্ণাঙ্গ হাতির নিথর দেহ। জলের ধারে বসা অবস্থায় ছিল হাতিটি। হাতিটির মুখে বড় ক্ষত দেখতে পান বন দফতরের কর্মীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পর জানা যায় ওই হস্তিনী সন্তানসম্ভবা ছিল। ২ মাসের ভ্রূণ ছিল তার পেটে। ওই হস্তিনীর মুখের ভিতর পরীক্ষা করেও চমকে ওঠেন চিকিৎসকেরা।

ঘটনাটি ঘটেছে কেরালার পালাক্কড়-এর সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানে। বন দফতর জানাচ্ছে ওই হস্তিনীকে হত্যা করা হয়েছে। তার মুখের ভিতরে দাঁত, জিভ ও ওপর ও নিচের চোয়াল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। জানা গেছে, যে বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা একটি আনারসের মধ্যে বোমা লুকিয়ে রেখেছিল।

সন্তানসম্ভবা হাতিটি আনারস দেখে আকর্ষিত হয়। আনারস মুখে পুরে চিবোতে শুরু করে। আর তখনই চোয়ালের ও দাঁতের চাপে আনারসের মধ্যে থাকা বোমাটি ফেটে যায়। পুরো মুখ রক্তাক্ত হয়ে যায়। ওই অবস্থায় যন্ত্রণা কাতর হাতিটি জলের ধারেই বসে পড়ে। ক্রমে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। এমন নির্মমভাবে যারা ওই মা হতে যাওয়া হাতিটিকে হত্যা করেছে তাদের ছাড়া হবেনা বলেই বন দফতরের তরফে জানানো হয়েছে। ২টি দল ইতিমধ্যেই তদন্ত করে দোষীদের ধরার চেষ্টা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk