National

অর্থের বিনিময়ে স্ত্রীর সঙ্গে দৈহিক সম্পর্কের বিজ্ঞাপন, গ্রেফতার স্বামী

শিউরে ওঠার মত ঘটনা হলেও বাস্তবেই এক ব্যক্তি তার স্ত্রীর ছবি দিয়ে সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দিয়েছে। তার স্ত্রীর সঙ্গে অর্থের বিনিময়ে দৈহিক সম্পর্কে উৎসাহীদের আকর্ষিত করার চেষ্টা করে সে।

Published by
News Desk

আজমগড় : সোশ্যাল সাইটে স্ত্রীর একটি ছবি পোস্ট করে পুনিত নামে এক ব্যক্তি। তার তলায় লিখে দেয় স্ত্রীর ফোন নম্বর। আহ্বান জানায়, কেউ যদি অর্থের বিনিময়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় বা তাঁর সঙ্গে দৈহিক সম্পর্ক তৈরি করতে চায় তাহলে যেন ওই নম্বরে ফোন করে। এককথায় স্ত্রীর সম্মান হাটে বেচার বন্দোবস্ত করে দেয় পুনিত। এদিকে পুনিত এই কাজ করার পরই ওই গৃহবধূর কাছে একের পর এক কুপ্রস্তাব নিয়ে ফোন আসতে শুরু করে। বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা।

ঘটনাটি সামনে আসার পরই পুনিতকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন এমন কাজ? পুলিশ জানাচ্ছে, পুনিতের দাবি ছিল একটি মোটরবাইকের। যার জন্য সে ক্রমাগত তার শ্বশুরবাড়ির ওপর চাপ তৈরি করছিল। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় স্ত্রীর ওপরও অত্যাচার শুরু করেছিল সে। বেশ কয়েকবার পুনিতের পাশবিক অত্যাচারের মুখে পড়তে হয় ওই গৃহবধূকে।

পুনিতের অত্যাচার একসময় অসহ্য হয়ে ওঠার পর তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যান তাঁর বাপের বাড়িতে। এরপরই স্ত্রীর একটি ছবি সোশ্যাল সাইটে দিয়ে এমন এক জঘন্য বিজ্ঞাপন দেয় পুনিত। পুলিশ জানাচ্ছে নারী নির্যাতনের এ এক নতুন ধরন। এমন ঘটনার পর পুনিত যাতে কঠোর শাস্তি পায় তার ব্যবস্থা করা হবে বলেও আশ্বস্ত করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ের থুঠিয়া গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk