National

বাজ পড়ে, গাছ পড়ে, দেওয়াল ধ্বসে মৃত ১৩

বজ্রপাত প্রাণ কাড়ল ১৩ জনের। আহত হয়েছেন অনেকে।

Published by
News Desk

লখনউ : শনিবার রাত। প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় বিশাল এলাকা জুড়ে। সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। রাতের আকাশে বিদ্যুতের ঝলকানি আর বাজের আওয়াজে অনেকের ঘরে বসেই বুক কেঁপে ওঠে। এই অগুন্তি বাজ পড়ার শিকারও হন অনেকে। এছাড়া ঝড়ে গাছ পড়েছে অগুন্তি। ধ্বসে পড়েছে দেওয়াল। শিকার হয়েছেন ১৩ জন। প্রাণ গেছে তাঁদের। আহতও হয়েছেন অনেকে। বাজ পড়ে হোক বা গাছ পড়ে বা দেওয়াল ধ্বসে আহতও হন অনেকে। উত্তরপ্রদেশের ২টি জেলা উন্নাও এবং কনৌজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত্যুর পাশাপাশি প্রচুর সম্পত্তির ক্ষতিও হয়েছে এই প্রবল ঝড়বৃষ্টিতে।

উন্নাওতেই মৃত্যু হয়েছে ৮ জনের। ৫ জন মারা গেছেন কনৌজে। এছাড়া বিভিন্ন জেলায় প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। মৃতদের মধ্যে ১৪ বছরের বালক থেকে ৮০ বছরের বৃদ্ধ, বিভিন্ন বয়সের ব্যক্তি রয়েছেন। কারও ওপর ভেঙে পড়েছে গাছ। কারও ওপর ধ্বসে পড়েছে দেওয়াল। যার তলায় চাপা পড়ে মৃত্যু হয়েছে কারও। কেউ আহত হয়েছেন। অনেক বাড়ি ভেঙে গেছে। ফসলেরও ক্ষতি হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেছেন। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে সরকার। যাঁরা আহত হয়েছেন তাঁদের বিনামূল্যে সবরকম চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। শনিবার রাতে লখনউ শহরেই বৃষ্টি হয়েছে ৫৭.৪ মিলিমিটার। মে মাসে কোনও একদিনে এত বৃষ্টি গত ৬০ বছরে লখনউ দেখেনি। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk