National

১ হাজারের নোট আনার কোনও পরিকল্পনা নেই, জানালেন শক্তিকান্ত

Published by
News Desk

ফের বাজারে আসছে ১ হাজার টাকার নোট। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন এক সম্ভাবনার কথা শুনে আশ্বস্ত হয়েছিলেন আম ভারতবাসী। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই সম্ভাবনায় জল ঢেলে দিলেন খোদ অর্থসচিব শক্তিকান্ত দাস। ট্যুইট করে জানিয়ে দিলেন এখনই ১০০০ টাকার নোট আনার কোনও পরিকল্পনা সরকারের নেই। বরং সরকার এখন ৫০০ ও তার চেয়ে কম অঙ্কের নোট ছাপানোয় বেশি করে জোর দিতে চায়। যদিও গত মঙ্গলবারই কেন্দ্রীয় এক আধিকারিকের বক্তব্যের রেশ ধরে খবর হয়েছিল বাজারে ফের ফিরতে চলেছে ১ হাজার টাকার নোট। আগেই চলে আসত সেই নোট। কিন্তু ৫০০ টাকার নোটের চাহিদা মেটাতে টাঁকশালগুলি ব্যস্ত থাকায় ১ হাজারের নোট ছাপা শুরু হচ্ছেনা। যদিও সেই দাবি যে সম্পূর্ণ ভুল ছিল তা এদিন পরিস্কার করে দিলেন শক্তিকান্ত।

 

Share
Published by
News Desk