National

মহিলার চুলের মুঠি ধরে বেদম মার, গ্রেফতার তান্ত্রিক

এক মহিলাকে এলোপাথাড়ি মারধর করছে এক তান্ত্রিক। এই ভিডিও সামনে আসার পর এবং ওই মহিলার দাদার অভিযোগে গ্রেফতার তান্ত্রিক সহ ৫।

Published by
News Desk

আগ্রা : কদিন ধরেই শরীর ভাল ছিলনা ১ মহিলার। অসুস্থতা সারতেই চাইছিল না। ৩ সন্তানের জননী ওই মহিলার দরকার ছিল চিকিৎসককে দেখানো। কিন্তু তা না করে তাঁর স্বামী এক তান্ত্রিককে ডেকে আনে। ওই তান্ত্রিক অসুখ সারানোর নামে কার্যত ওই মহিলার ওপর অমানুষিক অত্যাচার শুরু করে। সেই অত্যাচারের দৃশ্য ক্যামেরাবন্দিও করেন কয়েকজন।

ওই মহিলার চুলের মুঠি ধরে টেনে আনা হয়। চলে এলোপাথাড়ি মার। এমনকি ধারালো কিছু দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় আর্ত চিৎকার করতে থাকেন ওই মহিলা। কিন্তু তার নির্দয় আচরণ বন্ধ করেনি তান্ত্রিক রাহুল ভগত। এই ঘটনার ভিডিও সামনে আসতে অনেক মানুষই তা দেখে শিউরে ওঠেন।

হরশ্রী নামে ওই মহিলার দাদা এই ঘটনার কথা জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের করেন। তান্ত্রিক ছাড়াও মহিলার স্বামী, ননদ ও অন্য ২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। তান্ত্রিককে গত বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ। বাকি ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। অভিযোগ পাওয়ার পর ওই মহিলাকে পুলিশই নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে আগ্রায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk