National

ছেলের বিয়েতে এলাহি নাচের অনুষ্ঠান, বিপাকে নেতা

লকডাউনের মধ্যেই ছেলের বিয়ে। সেই বিয়েতে আবার নাচের অনুষ্ঠান করে ফাঁপরে পড়লেন এক নেতা।

Published by
News Desk

আলিগড় (উত্তরপ্রদেশ) : ছেলের বিয়েতে নাচগানের অনুষ্ঠান করেছিলেন তিনি। অতিথিদের মনোরঞ্জনের জন্য এমন ব্যবস্থার চল উত্তরভারতের অনেক জায়গায় রয়েছে। তাই ছেলের বিয়েতে নাচের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন উত্তরপ্রদেশের আলিগড়ের বহুজন সমাজ পার্টি-র নেতা মহম্মদ জাহিদ। কিন্তু সেই আয়োজন করতে গিয়েই তিনি পড়েছেন সমস্যায়। পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে।

ছেলের বিয়ে উপলক্ষে নাচের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের এলাহি আয়োজনের ছবি খুব দ্রুত ইন্টারনেটে ভাইরাল হয়। ছবিতে দেখা যায় অনেকেরই মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্ববিধি শিকেয়। এই ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। মহম্মদ জাহিদ ও ওই অনুষ্ঠানে হাজির ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

লকডাউন বিধি ভঙ্গের অভিযোগেই মামলা রুজু করে পুলিশ। কারণ এখন বিয়ে দেওয়া যাবে ঠিকই। কিন্তু বিয়েতে নিমন্ত্রণ নিয়ে যেমন নির্দিষ্ট নির্দেশিকা, তেমনই রয়েছে মুখে মাস্ক, সামাজিক দূরত্ববিধি মানা সহ বেশকিছু বিধিনিষেধ। সেগুলি অমান্য করলে এখন পুলিশ ব্যবস্থা নিতে পারে। সেটাই হয়েছে এক্ষেত্রে। মহামারি আইন-এও মামলা রুজু হয়েছে আবার ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ২৭৯ এবং ২৭১ ধারাতেও মামলা রুজু হয়েছে সকলের বিরুদ্ধে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk