National

করোনা পজিটিভ ছিলেন এক যাত্রী, পরে জানল ইন্ডিগো

দেশে অভ্যন্তরীণ বিমান পরিষেবা চালু হয়েছে গত সোমবার থেকে। ইন্ডিগোতে সফর করা এক যাত্রীর দেহে মিলল করোনা।

Published by
News Desk

চেন্নাই : কোয়েম্বাটুর বিমানবন্দরের এক চিকিৎসকই ইন্ডিগো কর্তৃপক্ষকে নিশ্চিত করেন যে ইন্ডিগোর চেন্নাই থেকে কোয়েম্বাটুর আসা বিমানের এক যাত্রীর দেহে করোনা রয়েছে। তিনি করোনা পজিটিভ। গত ২৫ মে সন্ধের বিমানে চেন্নাই থেকে কোয়েম্বাটুর আসেন তিনি। বিষয়টি জানার পরই ইন্ডিগো কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়ে দেয় ওই যাত্রী থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা ক্ষীণ।

ইন্ডিগোর তরফে জানানো হয়, ওই যাত্রী যাবতীয় প্রোটোকল মেনেই বসেছিলেন। তাঁর মুখে মাস্ক ছিল। ফেস শিল্ড ছিল। হাতে ছিল দস্তানা। তাছাড়া ইন্ডিগোর দাবি, ওই যাত্রী যে সিটে বসেছিলেন তার কাছাকাছি কেউ ছিলেননা। তাই সংক্রমণের সম্ভাবনা খুব সামান্য। ওই যাত্রীকে আপাতত কোয়েম্বাটুরের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইন্ডিগো জানিয়েছে, তারা প্রতিটি যাত্রার পরই বিমানকে জীবাণু মুক্ত করার কাজ করছে। যে গাইডলাইন তাদের দেওয়া হয়েছে তা তারা মেনে চলছে। ওই যাত্রী যে বিমানে ছিলেন সেই বিমানটি সম্পূর্ণ স্যানিটাইজ করা হয়েছে বলেও আশ্বস্ত করেছে ইন্ডিগো। তাছাড়া ওই বিমানে যে বিমানকর্মীরা ছিলেন তাঁদের ১৪ দিনের জন্য কাজ থেকে বিরত রাখা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts