National

সমুদ্রে কদিন মাছ ধরা যাবেনা, প্রচলিত প্রথা ভাঙল কেন্দ্র

বছরের একটা সময় সমুদ্রে মাছ ধরা যায়না। কখন যাবেনা মাছ ধরা। জানিয়ে দিল কেন্দ্র।

Published by
News Desk

চেন্নাই : প্রতিবছর ভারতের পশ্চিম উপকূল ও পূর্ব উপকূলে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে। কেন্দ্রের তরফেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়। সাধারণত ৬১ দিন মাছ ধরা যায়না। বছরের ওই সময়টা মাছদের নিশ্চিন্ত প্রজনন ও বংশবৃদ্ধিতে সহায়ক হয়। এবছরও সেই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে এবার দিন কমিয়ে দেওয়া হয়েছে। ৬১ দিনের বদলে ৪৭ দিনের বিরতি টেনেছে কেন্দ্র।

কেন্দ্রের মাছ, প্রাণি সংরক্ষণ ও দুগ্ধ মন্ত্রক এই মাছ ধরার নিষেধাজ্ঞার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে বলা হয়েছে ১৫ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত পূর্ব উপকূলে এবং ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত পশ্চিম উপকূলে মাছ ধরা বন্ধ। ২ উপকূলের ক্ষেত্রেই মাছ ধরায় নিষেধাজ্ঞার দিনের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৭ দিন।

কেন্দ্রের তরফে এটাও পরিস্কার করে দেওয়া হয়েছে যে এই নির্দেশিকা কেবলমাত্র চলতি বছরের জন্য। এটা কোনও স্থায়ী নির্দেশ নয়। আগামী দিনে কী হবে তা এখনও স্থির করা হয়নি। তাই এটা ধরে নেওয়া ভুল হবে যে আগামী দিনে বছরে মাছ ধরায় বিরতি ৪৭ দিনেরই হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk