National

সরকারি বাসভবনে পুলিশ আধিকারিকের আত্মহত্যা

স্টেশন হাউস অফিসার তাঁর সরকারি বাসভবনে পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করলেন। পুলিশ শনিবার এ বিষয়ে তথ্য দিয়েছে।

Published by
News Desk

জয়পুর : রাজস্থানের চুরু জেলার রাজগড় থানায় নিযুক্ত এসএইচও বা স্টেশন হাউস অফিসার তাঁর সরকারি বাসভবনে পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করলেন। পুলিশ শনিবার এ বিষয়ে তথ্য দিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত এসএইচওর নাম বিষ্ণুদত্ত বিষ্ণোই।

সূত্রের খবর, চুরুর পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ও অন্যান্য উর্ধ্বতন আধিকারিকরা ঘটনার তদন্ত করতে ঘটনাস্থলে পৌঁছন। রাজস্থানের পুলিশ প্রধান ভূপেন্দ্র সিংও এই ঘটনার বিষয়ে তথ্য চেয়েছেন।

এক পুলিশকর্তা জানিয়েছেন, শ্রীগঙ্গানগর জেলায় বিষ্ণুদত্ত বিষ্ণোই-এর পৈতৃক গ্রাম। সেখান থেকে তাঁর পরিবারের সদস্যরা আসার পর দেহটির ময়নাতদন্ত করা হবে।

এদিকে, নাগৌড় রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির নেতা হনুমান বেনিওয়াল এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি ট্যুইট করে এই দাবি জানিয়ে বলেন, এসএইচওর আত্মহত্যার ঘটনাটি সিস্টেম নিয়ে বেশকিছু প্রশ্ন তুলে দিয়েছে। বেনিওয়াল এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk