National

লোহার বারের তলায় পিষ্ট হয়ে মৃত ৯

লোহার বিশাল বিশাল বারের তলায় হারিয়ে যান ১২ জন শ্রমিক। সেখানেই মৃত ৯ জন।

Published by
News Desk

ভাগলপুর : লোহার বিশাল বিশাল বার। এক একটাকেই নাড়ানো যায়না। সেখানে ওরকম বোঝাই করা লোহার বার। তার তলায় একবার চাপা পড়লে সেখান থেকে বার হওয়া কী কোনও মানুষের পক্ষে সম্ভব! সম্ভব হয়ওনি। ১২ জন শ্রমিকই লোহার বারের তলায় চাপা পড়ে যান। তাও আবার রাস্তার ধারের নিচু ঢালে। পরে তাঁদের কোনওক্রমে লোহার বার এক এক করে সরিয়ে উদ্ধার করা হয়। উদ্ধারের পর ৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো সম্ভব হলেও ৯ জনকে বাঁচানো সম্ভব হয়নি।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বিহারের ভাগলপুর জেলায়। পুলিশ জানাচ্ছে আম্ভো চক এলাকা দিয়ে যাওয়ার সময় লোহার বার বোঝাই ট্রাকটি উল্টো দিক থেকে আসা একটি বাসে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের ঢালু জায়গায় উল্টে যায়। ফলে ট্রাকে থাকা লোহার বারগুলিও উল্টে যায়। আর তার তলায় চাপা পড়ে যান লোহার বারের ওপর বসে থাকা ১২ জন শ্রমিক। তাঁদেরই ৯ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়।

পুলিশ উদ্ধারকাজ শুরু করে। এলাকায় ভিড় জমে যায়। লোহার বারের তলায় আটকে পড়া শ্রমিকরা রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। কেন ট্রাকটি নিয়ন্ত্রণ হারাল তা পরীক্ষা করে দেখছে পুলিশ। এদিকে উদ্ধারের সময় আধার কার্ড পাওয়া গিয়েছে দেহগুলির পাশে। সেই আধার কার্ড দেখে পুলিশের প্রাথমিক অনুমান শ্রমিকরা সকলেই বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk