National

বিয়েতে জাঁকজমকে লাগাম দিতে বিল পেশ কংগ্রেস সাংসদের

Published by
News Desk

বিয়েতে দেদার খরচ করে নিজের ক্ষমতা জাহির করা যাবে না। বিয়েতে কতজনকে নিমন্ত্রণ করা যাবে বা কত প্লেট হবে তার সর্বাধিক সীমা বেঁধে দেওয়া জরুরি। বৃহস্পতিবার সংসদে এমনই একটি বিল পেশ করলেন সাংসদ পাপ্পু যাদবের স্ত্রী তথা কংগ্রেস সাংসদ রঞ্জিত রাজন। বিলে তিনি দাবি করেছেন, ছেলের বাড়ি হোক বা মেয়ের বাড়ি, বিয়েতে পাঁচ লক্ষ টাকার ওপর খরচ করলে তা সরকারকে আগাম জানাতে হবে এবং সেই টাকার ১০ শতাংশ কোনও দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে খরচ করতে হবে। রঞ্জিত জানান, বিয়ে একটা পবিত্র বন্ধন। স্বামী-স্ত্রী সারা জীবন একসঙ্গে কাটানোর অঙ্গিকার করেন। বিয়ের সেটাই আসল কথা। কিন্তু এখন দেখা যাচ্ছে বিয়েতে জাঁকজমকটাই প্রাধান্য পাচ্ছে বেশি। কে কত আর্থিক ক্ষমতা ধরেন তা প্রকাশ করার লড়াই চলছে। এটা বন্ধ হওয়া উচিত। রঞ্জিত রাজনের আনা বিলটি আগামী লোকসভা অধিবেশনে পেশ করা হবে।

 

Share
Published by
News Desk