National

পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে আম্ফান, তৈরি এনডিআরএফ

পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। ৬ জেলায় তৈরি এনডিআরএফ।

Published by
News Desk

নয়াদিল্লি : প্রথমে আবহবিদেরা মনে করছিলেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আম্ফান আছড়ে পড়তে পারে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলে। পরে তার গতিবিধি দেখে আবহবিদেরা জানান আম্ফান বা যাকে বলা হচ্ছে উম পান, আছড়ে পড়তে পারে ওড়িশার ওপর। যার ঝাপটা এসে পড়বে পশ্চিমবঙ্গেও। পরে যখন এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নিল তখন আবহবিদেরা তার গতিপথ দেখে এখন অনেকটা নিশ্চিত যে তা আগামী বুধবার সন্ধেয় পশ্চিমবঙ্গের ওপর আছড়ে পড়বে।

পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি শুরু করেছে। এদিন প্রধানমন্ত্রীও জরুরি বৈঠক করছেন আম্ফান নিয়ে। পশ্চিমবঙ্গের ৬ জেলায় এনডিআরএফ টিম তৈরি রয়েছে। প্রয়োজনে আরও এনডিআরএফ টিমকে কাজে লাগানো হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলি। এই ৬ জেলায় এনডিআরএফ মোতায়েন হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ ও কাকদ্বীপে এর বাইরেও বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। যাতে দ্রুত উদ্ধারকাজ সম্ভব হয়। এদিকে পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা থাকলেও আম্ফানের জন্য সতর্ক করা হয়েছে ওড়িশাকে। এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ওড়িশা, সিকিম ও মেঘালয়ের জন্য সতর্কবার্তা রয়েছে। গত শনিবারই সব মৎস্যজীবীকে বঙ্গোপসাগর থেকে ফিরতে বলেছিল আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk