National

কোল্ড ড্রিঙ্ক পান করে মৃত যুবক, মেয়ে আশঙ্কাজনক

রবিবার যুবক তাঁর পরিবারের সাথে কোল্ড ড্রিঙ্ক পান করেন। এরপরই তিনি ও তাঁর মেয়ে অসুস্থ বোধ করতে থাকেন।

Published by
News Desk

শিবপুরী : এক যুবক কোল্ড ড্রিঙ্ক পান করার পর মারা গেলেন। যুবকের কন্যার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও খাদ্য দফতর এই ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, মধ্যপ্রদেশের শিবপুরী জেলার কোতোয়ালি থানা এলাকার পোহরী রোডের বাসিন্দা ৩০ বছরের মনোজ সোনি-র মৃত্যুর খবর পায় তারা। মনোজ সোনির বাবা রাধেশ্যাম সোনি পুলিশকে জানিয়েছেন যে তাঁর ছেলে মনোজ সোনি গত শনিবার রাতে একটি দোকান থেকে ঠাণ্ডা পানীয়ের বোতল নিয়ে আসেন। সেই ঠাণ্ডা পানীয় মনোজ রবিবার সকালে পান করেন। এরপর তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে ও রক্তবমি হয়, পরে তিনি মারা যান।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার মনোজ তাঁর পরিবারের সাথে কোল্ড ড্রিঙ্ক পান করেন। এরপরই মনোজ ও তাঁর মেয়ে সলোনি সোনি অসুস্থ বোধ করতে থাকেন। ২ জনকেই প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মনোজের অবস্থার অবনতি হলে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মনোজ মারা যান। সলোনির অবস্থা আশঙ্কাজনক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk