National

দ্রুত ক্ষমতা বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান

খুব দ্রুত ক্ষমতা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড় আম্ফান। সামনের সপ্তাহ থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস।

Published by
News Desk

নয়াদিল্লি : প্রবল গরমে পুড়ছে গোটা দেশ। পুড়ছে পশ্চিমবঙ্গও। এদিকে বঙ্গোপসাগরের ওপর ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় আম্ফান। আবহাওয়া দফতর জানাচ্ছে রবিবারের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারা নেবে আম্ফান। তারপর তা ক্রমশ স্থলভাগের দিকে এগোতে থাকবে।

এখনও তার গতিমুখ পরিস্কার না হলেও ৩টি রাজ্যকে সতর্ক করেছে হাওয়া অফিস। পশ্চিমবঙ্গ, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। এখনও পর্যন্ত মনে করা হচ্ছে ওড়িশা ও অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার তা মুখ ঘুরিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দিকেও চলে যেতে পারে।

আবহাওয়া দফতর মৎস্যজীবীদের বঙ্গোপসাগর ছেড়ে শনিবারের মধ্যে উপকূলে ফেরার পরামর্শ দিয়েছে। কারণ ঘূর্ণিঝড় আম্ফান-এর প্রভাবে সমুদ্র ক্রমশ উত্তাল হচ্ছে। আরও উত্তাল হতে চলেছে। ওড়িশা সরকার ইতিমধ্যেই তাদের রাজ্যের ১২টি উপকূলীয় জেলা প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছে। গত বছরের ফণী-র তাণ্ডব এখনও ওড়িশাবাসীর কাছে তাজা। এদিকে সমস্যা হয়েছে ঝড়ের জন্য যাঁদের উপকূল থেকে সরিয়ে আনা হবে তাঁদের রাখা নিয়ে।

ওড়িশায় সাইক্লোন সেন্টারে এঁদের রাখা হয়ে থাকে। কিন্তু করোনা ছড়ানোর পর সব সাইক্লোন সেন্টার এখন কোয়ারেন্টিন সেন্টারে পর্যবসিত হয়েছে। ফলে ঝড়ের জন্য যাঁদের সরিয়ে আনা হবে তাঁদের রাখার জায়গা নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গেও সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে পূর্বাভাস। মঙ্গলবার থেকে এখানে বৃষ্টি শুরু হবে। উপকূলীয় এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk