National

ট্রাকেই শেষ ৮টি তাজা প্রাণ

একটি ট্রাকেই শেষ হয়ে গেল ৮টি তাজা প্রাণ। বাড়ি ফেরার আনন্দ শেষে হয়ে গেল পথেই।

Published by
News Desk

বৃহস্পতিবার ভোরে বিহারে একটি দুর্ঘটনা প্রাণ কাড়ে ২ পরিযায়ী শ্রমিকের। আর তার আগে মধ্যরাতের অন্ধকারে শেষ হয়ে গেল ৮টি তাজা প্রাণ। এঁরাও পরিযায়ী শ্রমিক। একটি ট্রাক বন্দোবস্ত করে বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ফিরছিলেন বাড়িতে। লকডাউনে আটকে থাকা শ্রমিকরা বাড়ি ফেরার আনন্দে মশগুল ছিলেন। মহারাষ্ট্রে কাজ করতে গিয়েছিলেন এইসব শ্রমিকরা। ফিরছিলেন উত্তরপ্রদেশে তাঁদের নিজের বাড়িতে।

ট্রাকটি মধ্যপ্রদেশের গুণা বাইপাসের ওপর দিয়ে ছুটছিল মাঝরাতে। ইউপি ধাবার কাছে যখন ট্রাকটি পৌঁছয় তখন উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়ংকর ছিল যে তার আওয়াজ অনেক দূর পর্যন্ত শোনা যায়। স্থানীয় মানুষজন রাতেই ছুটে আসেন। পুলিশে খবর যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের। ৫৬ জন গুরুতর আহত হন।

স্থানীয় প্রশাসন জানাচ্ছে, ট্রাকটিতে পরিযায়ী শ্রমিক ঠাসা ছিলেন। সামাজিক দূরত্ব দূরে থাক, তাঁরা চাপাচাপি অবস্থায় ফিরছিলেন। দুর্ঘটনায় শ্রমিকদেরই মৃত্যু হয়েছে বা শ্রমিকরাই আহত হয়েছেন। ঘটনার জেরে গুণা বাইপাসের ওপর যান চলাচল স্তব্ধ হয়ে যায়। স্থানীয়রাও মৃত ও আহতদের রক্তাক্ত অবস্থায় টেনে বাইরে বার করতে হাত লাগান। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk