National

দেশে করোনায় মৃত্যু ২ হাজার পার করল

এবার ২ হাজারের গণ্ডিও পার করে গেল ভারতে করোনায় মৃত্যু। একদিনে আরও ১২৮ জনের মৃত্যু হয়েছে করোনায়।

Published by
News Desk

দেশে করোনায় মৃত্যু বেড়েই চলেছে। প্রতিদিনই করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। একদিনে ১২৮ জনের মৃত্যু রবিবার দেশে করোনায় মৃত্যুর সংখ্যাকে ২ হাজার করিয়ে দিল। এখনও পর্যন্ত দেশে করোনা সংক্রমণে ২ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। অন্যদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। একদিনে ৩ হাজার ২৭৭ জন নতুন করে করোনা সংক্রমণের শিকার হওয়ায় দেশে মোট করোনা সংক্রমিতের সংখ্যা রবিবার বেড়ে দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৩৮ জন।

দেশে এখন মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৬২ হাজার ৯৩৮ জন। তারমধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৯ জনের, সুস্থ হয়ে ফিরেছেন ১৯ হাজার ৩৫৭ জন। করোনা নিয়ে এখন দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪১ হাজার ৪৭২ জন। দেশের মধ্যে করোনায় সবচেয়ে বেশি বিধ্বস্ত পরিস্থিতি মহারাষ্ট্রের। এখানে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। মহারাষ্ট্রে করোনা সংক্রমিতের সংখ্যা ২০ হাজার ২২৮ জন।

মহারাষ্ট্রের পরই সবচেয়ে খারাপ পরিস্থিতি গুজরাটের। গুজরাটে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ হাজার ৮০০ জন। অন্যদিকে দিল্লি ও তামিলনাড়ুর মধ্যে সংক্রমিতের ফারাক ৭ জনের। দিল্লিতে যেখানে সংক্রমিত ৬ হাজার ৫৪২ ছুঁয়েছে। সেখানে তামিলনাড়ুতে সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ৫৩৫ জন। এদিকে দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২১০৯ জনের। যার মধ্যে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts