National

জেলে ছড়িয়ে পড়ল করোনা

শহর জুড়ে তো করোনা ছড়িয়েই পড়েছে। এবার মুম্বই শহরের বিখ্যাত সংশোধনাগার আর্থার রোড জেলেও ছড়িয়ে পড়ল করোনা। যা রীতিমত চিন্তার ভাঁজ ফেলেছে।

Published by
News Desk

মুম্বই শহরে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে তা মহারাষ্ট্র সরকার তো বটেই, সেইসঙ্গে ভারতবাসীরও চিন্তার কারণ হয়ে উঠছে। মুম্বইয়ের সর্ববৃহৎ ও সুপরিচিত জেল আর্থার রোড জেল। সেই জেলের একটি ব্যারাকে ছড়িয়ে পড়েছে করোনা। ব্যারাকের ৭৭ জন বন্দি ও প্রহরারত ২৬ জন পুলিশকর্মীর দেহে করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। যা রীতিমত চিন্তার কারণ হয়েছে। এভাবে আর্থার রোড জেলে করোনা ছড়ানোয় তা গোটা জেলেই ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন আধিকারিকরা।

আর্থার রোড জেলেই বন্দি ছিল আজমল কাসভের মত মুম্বই হামলার সন্ত্রাসবাদী। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হালে এক বন্দির উপসর্গ দেখা দেওয়ায় তার করোনা পরীক্ষা হয়। দেখা যায় তার করোনা পজিটিভ। তখনই ওই ব্যারাকের বাকি বন্দি ও রক্ষীদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ধরা পড়ে তারাও করোনা পজিটিভ। সকলকেই মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্প্রতি মুম্বইয়ের জেজে মার্গ পুলিশ স্টেশনের ২৬ জন পুলিশকর্মীর করোনা পজিটিভ পাওয়া যায়। তারপর তাঁদের মনোবল বাড়াতে পুলিশ স্টেশনে হাজির হন পুলিশ কমিশনার নিজে। এদিকে আর্থার রোড জেলে বন্দির সংখ্যা সব ব্যারাক মিলিয়ে ২ হাজার ৮০০ জনের মত। এছাড়া কয়েক শো কারারক্ষীও রয়েছেন। তাঁদের সুরক্ষা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts