National

গ্যাস লিক কাণ্ডে সাহায্যে হাজির নৌসেনা, মৃত্যু বাড়ছে

বিশাখাপত্তনম গ্যাস লিক কাণ্ডে গ্রামবাসীদের সাহায্য করতে এগিয়ে এল নৌসেনা। গ্যাসের কারণে শুরু হওয়া শ্বাসকষ্ট রুখতে ব্রিদিং সেটও দিয়েছে নৌসেনা।

বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ বিশাখাপত্তনমের কাছে আরআর ভেঙ্কটাপুরম গ্রামে রাসায়নিক কারখানা এলজি পলিমার ইউনিট থেকে বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয়। কোরিয়ান সংস্থা এলজি-র এই ইউনিটের থেকে এই বিষাক্ত গ্যাস লিক করে ছড়িয়ে পড়ে আশপাশের ৩ কিলোমিটারের মধ্যে থাকা গ্রামগুলিতে।

তখন গ্রামগুলো কার্যত ঘুমের দেশে ছিল। কিন্তু বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসতেই বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়। চোখ জ্বলতে থাকে। অনেকে অচেতন হয়ে পড়েন। পরিস্থিতি দ্রুত শোচনীয় আকার নিতে থাকে। গ্রাম জুড়ে ছোটাছুটি শুরু হয়ে যায়। এই অবস্থায় দ্রুত শুরু হয় উদ্ধারকাজ।

১ হাজার জনের ওপর মানুষ এই গ্যাসের সংস্পর্শে এসেছেন। যারমধ্যে এক বালিকা সহ ১১ জনের প্রাণ গেছে। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও প্রাথমিকভাবে প্রায় ২০০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই গ্যাস লিক কাণ্ডে মূলত চিকিৎসা হচ্ছে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে।

এদিন বিষাক্ত গ্যাসের শিকার গ্রামবাসীদের পাশে দাঁড়াতে এগিয়ে আসে ভারতীয় নৌসেনা। ৫০টি ব্রিদিং সেট, ৫টি পোর্টেবল মাল্টিফিড অক্সিজেন ম্যানিফোল্ড হাসপাতালে দিয়েছে নৌসেনা। এছাড়া নৌসেনার ২টি অ্যাম্বুলেন্স কাজ করছে অসুস্থ গ্রামবাসীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসার জন্য।

গ্যাস লিক কাণ্ডে এখনও প্রায় আড়াইশো জন হাসপাতালে চিকিৎসাধীন। ২০ জন ভেন্টিলেটরে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।

এদিকে এই গ্যাস লিক কাণ্ড নিয়ে এদিন দ্রুত জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক দিয়ে বৈঠক করেন তিনি।

জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, বিশাখাপত্তনমের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

স্ত্রীকে অন্তঃসত্ত্বা করতে প্রতিবেশিকে ভাড়া করেন স্বামী, তারপর ঘটল অন্য কাণ্ড

তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…

November 26, 2025

মেঘের পিছনে স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে এল রঙিন পুতুল, আকাশ থেকে কোথায় নামল সেটাই রহস্য

তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…

November 26, 2025

২৭ বছর ধরে হেঁটে চলেছেন তিনি, হেঁটে পৃথিবী ভ্রমণ করতে গিয়ে সমুদ্রও হেঁটেই পেরিয়েছেন

২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…

November 26, 2025

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২৭ নভেম্বর, ২০২৫

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

November 26, 2025