National

৫০ হাজার পার করল ভারত

বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারতে করোনা সংক্রমিতের সংখ্যা ৫০ হাজার পার করল। বুধবার একদিনে ৩ হাজার ৫৬১ জন করোনা সংক্রমিত হয়েছেন।

Published by
News Desk

লকডাউনের ৪৩ দিন পার করেছে ভারত। কিন্তু দেখা যাচ্ছে এখনও হুহু করে দেশে করোনা সংক্রমিত বাড়ছে। গত বুধবার একদিনে দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫৬১ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। ফলে করোনা সংক্রমিত যেখানে ৫০ হাজার পার করেছে, সেখানে করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৮৩ জনে। ১৫ হাজার ২৬৬ জন মানুষ এখনও পর্যন্ত করোনা থেকে সেরে বাড়ি ফিরেছেন।

দেশের মধ্যে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি মহারাষ্ট্রের। সেখানে এখনও পর্যন্ত আক্রান্ত ১৬ হাজার ৭৫৮ জন। মৃত্যু হয়েছে ৬৫১ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। সেখানে ৬ হাজার ৬২৫ জন আক্রান্ত। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত ৫ হাজার ৫৩২ জন। ভারতে এখন ১১ দিনে দাঁড়িয়েছে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হওয়া।

ভারতের গোয়া এখন করোনা মুক্ত রাজ্য। অন্যদিকে ১০ জনের কম করোনা রোগী রয়েছেন অরুণাচল প্রদেশ, পুদুচেরি, মণিপুরের মত রাজ্যগুলিতে। এদিকে ত্রিপুরার করোনা পরিস্থিতি কখনই আতঙ্কের না হলেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব জানিয়েছেন সেখানে ১৮ জন বিএসএফ কর্মীর দেহে করোনা পাওয়া গিয়েছে। গত ৫ দিনে ধরেই ত্রিপুরায় বিএসএফ কর্মী ও তাঁদের পরিবারে করোনা সংক্রমণ পাওয়া যাচ্ছে। ফলে বিএসএফ কর্মী ও তাঁদের পরিবার মিলিয়ে ত্রিপুরায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬২। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts