National

লকডাউনের মধ্যেও বাস-ট্রাক সংঘর্ষ, মৃত ১

লকডাউনে রাস্তায় গাড়িরই দেখা নেই। ফলে দেশজুড়েই নেই কোনও যানবাহন দুর্ঘটনার খবর। কিন্তু এর মধ্যেই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১ জনের।

Published by
News Desk

তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে গত সোমবার থেকে। এই লকডাউনে জোন ভিত্তিক মিলেছে কিছু ছাড়ও। কিন্তু তা যানবাহনের ক্ষেত্রে সেভাবে প্রযোজ্য নয়। ফলে রাস্তায় সে অর্থে গাড়ি কম। এরমধ্যেই ঘটে গেল এক দুর্ঘটনা। একটি ফল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল শ্রমিক বোঝাই বাসের। পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাচ্ছিল বাসটি। উল্টোদিক থেক আসছিল ট্রাকটি। ২টিই যথেষ্ট গতিতে ছিল। সামনাসামনি হতে ২টি যানের চালকই কাটানোর চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগে মুখোমুখি।

এই ঘটনায় ঘটনাস্থলেই ১ শ্রমিকের মৃত্যু হয়। ১০ জন আহত। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসা চলছে। ২টি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার খুরদা জেলার কুহূলি এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর। শ্রমিকদের ঘরে ফেরায় ছাড় দিয়েছে সরকার। তাই এখন শ্রমিক স্পেশাল ট্রেন তো বটেই, সেইসঙ্গে সরকারি প্রচেষ্টায় এবং ব্যক্তিগত উদ্যোগে শ্রমিকরা দলবেঁধে সড়ক পথেও ফিরছেন নিজেদের বাড়ি।

যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে সেই বাসটি হায়দরাবাদ থেকে শ্রমিকদের নিয়ে আসছিল। পুরী, কেন্দাপাড়া ও কটকের বেশ কয়েকজন শ্রমিক বাসটি ভাড়া করেন। সেই বাসেই বাড়ি ফিরছিলেন তাঁরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না ১ জনের। লকডাউনে রাস্তায় গাড়ির দেখা নেই। এর মধ্যেও কিন্তু গত কয়েকদিনে ওড়িশায় মঙ্গলবারের দুর্ঘটনা মিলিয়ে ৪টি এমন পথ দুর্ঘটনার ঘটনা ঘটল। গত ২ মে-তে সুরাট থেকে শ্রমিকদের নিয়ে ফেরা একটি বাসও ওড়িশায় দুর্ঘটনার কবলে পড়ে। মৃত্যু হয় ২ শ্রমিকের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk