রাগের মাথায় স্ত্রীর নাক চিবিয়ে দিল স্বামী
রাগ মানুষকে অন্ধ করে দেয়। স্বামী-স্ত্রীর ঝগড়ায় স্বামীর সেই অন্ধ রাগে এক শিউরে ওঠার মত ঘটনা ঘটে গেল। স্ত্রীর নাক চিবিয়ে দিল স্বামী।
সমস্যা চলছিল কয়েক মাস ধরে। স্বামী-স্ত্রীর মধ্য বনিবনা ছিলনা। বেশ কিছু পারিবারিক কারণকে সামনে রেখে শুরু হওয়া এই ঝগড়ার জেরে ৬ মাস ধরে স্ত্রী সরোজিনী স্বামীর সঙ্গে থাকছিলেন না। চলে গিয়েছিলেন বাপের বাড়িতে। এরপর স্বামী বেশ কয়েকবার অনুরোধ করলেও তিনি ফেরেননি। বিষয়টি গ্রামের মোড়লের কাছে পৌঁছয়। তিনি গত বুধবার বিষয়টি নিয়ে একটি সভা করেন। সেখানে সরোজিনীকে সব মিটমাট করে স্বামীর ঘরে ফিরে যেতে বলেন। পরদিন সরোজিনী ফিরেও আসেন স্বামীর কাছে। কিন্তু ফের তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। যা গত রবিবারের ঘটনা।
রবিবার ঝগড়া চরমে ওঠে তখন যখন বছর ৩৪-এর সরোজিনী ফের স্বামী মূলচন্দকে জানিয়ে দেন একসঙ্গে থাকতে পারবেননা। বাপের বাড়ি ফিরে যাবেন তিনি। স্ত্রী আবার বাপের বাড়ি ফেরার কথা বলছে, এটা শুনে মূলচন্দ এবার রেগে আগুন হয়ে ওঠে। স্ত্রীকে মারধর শুরু করে। তারপর একসময়ে স্ত্রীর নাকটা ধরে চিবোতে থাকে রাগে। যন্ত্রণায় কাতরে ওঠেন সরোজিনী। স্ত্রীর নাক চিবিয়ে দিয়ে সেখান থেকে চম্পট দেয় মূলচন্দ।
সরোজিনী এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন। নাক চিবিয়ে দেওয়ায় তা ক্ষতবিক্ষত হয়ে যায়। ফলে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এদিকে সরোজিনীর অভিযোগক্রম পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মূলচন্দকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে মূলচন্দের বিরুদ্ধে আইপিসি ৩২৬ ধারায় মামলা দায়ের হয়েছে। দ্রুত তাকে খুঁজে গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













