Categories: National

কাশ্মীর তাসে নিস্ফলা বৈঠক

Published by
News Desk

পাকিস্তানের কাশ্মীর তাসে কার্যত ভেস্তে গেল ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক। এদিন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের বিদেশ সচিব আইয়াজ আহমেদ চৌধুরী। নয়াদিল্লিতে এই বৈঠকে খুব স্বাভাবিকভাবেই পাঠানকোট প্রসঙ্গ ওঠে। এনিয়ে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করেন জয়শঙ্কর। কিন্তু সেসব পাশে সরিয়ে রেখে পাক বিদেশ সচিব সাফ জানিয়ে দেন কাশ্মীরের মত কোর ইস্যুর সমাধান না হলে পাকিস্তান অন্য কোনও বিষয় নিয়েই কথা এগোবে না। অথচ ভারত-পাক বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শুরুর আগেই ঠিক হয়েছিল এই বৈঠকে কাশ্মীর ইস্যু অন্তরায় হয়ে দাঁড়াবে না। কিন্তু এদিন ঠিক সেটাই করল পাকিস্তান।

Share
Published by
News Desk