National

স্ত্রীর করোনা পজিটিভ, আত্মহত্যা করলেন স্বামী

এক মহিলার করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল বুধবার সন্ধেবেলা। আর বৃহস্পতিবার সকালেই তাঁর স্বামীকে পাওয়া গেল ঝুলন্ত অবস্থায়।

Published by
News Desk

বেশ কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। শরীর ভাল ছিলনা। করোনার উপসর্গ থাকায় তাঁর করোনা পরীক্ষা হয়। একটি বেসরকারি ল্যাব-এ তাঁর নমুনা পরীক্ষা হয়। সেই পরীক্ষার রিপোর্ট আসে গত বুধবার সন্ধেবেলা। পরিবার জানতে পারে ওই মহিলা করোনা পজিটিভ। পরিবারের কেউ করোনা পজিটিভ হিসাবে ধরা পড়লে পরিবারের মানসিক অবস্থা যা হওয়ার তাই হয়। ওই মহিলাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তারপর বৃহস্পতিবার সকালে ওই মহিলার ছেলে পুলিশে ফোন করেন।

ফোনে ওই ব্যক্তি পুলিশকে জানান তাঁর বাবা ঘরে সিলিং থেকে ঝুলছেন। দ্রুত সেখানে হাজির হয় পুলিশ। দেহ উদ্ধার করা হয়। কিন্তু ৫৩ বছরের ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠায়নি পুলিশ। দেহটি আলাদা করে রাখা হয়েছে। দেহ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়েছে। কারণ ওই পরিবারে করোনা ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। তাই গোটা পরিবারই এখন সন্দেহের তালিকায়। পুলিশ জানিয়েছে করোনা পরীক্ষার ফলাফল হাতে আসার পরই ময়নাতদন্ত নিয়ে ভাবা হবে।

ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের গঙ্গা বিহার এলাকায়। ৫৩ বছরের ওই ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তাঁর ১ ছেলে ও পুত্রবধূ রয়েছেন। তাঁদের হোম হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান স্ত্রীর করোনা হয়েছে এটা হয়তো মেনে নিতে পারেননি ওই প্রৌঢ়। আত্মহত্যার পথ বেছে নেন তিনি। ঘটনার পর গোটা এলাকা সিল করে দিয়েছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk