নয়ডায় গাড়ি দাঁড় করিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদ, ছবি - আইএএনএস
লকডাউনে রাস্তায় খুব দরকার ছাড়া বার হওয়া মানা। গাড়ি বার করতে লাগছে প্রয়োজনীয় পাস। রাস্তায় নিয়ম না মেনে গাড়ি নিয়ে বার হলে পুলিশ কড়া হাতে ব্যবস্থা নিচ্ছে। কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর তেমনই নির্দেশ রয়েছে। রাস্তায় লকডাউন আইন ভেঙে হাজির হওয়া এমনই একটি গাড়ি দাঁড় করান এক পুলিশ কনস্টেবল। গাড়ি থেকে ২ জনকে বাইরে বার করে আনেন। জিজ্ঞেস করেন বৈধ পাস ছাড়াই তাঁরা কেন লকডাউনে রাস্তায় গাড়ি বার করেছেন।
কনস্টেবলের কড়া অবস্থানের সামনে কার্যত কিছু বলে উঠতে পারেননি গাড়ির আরোহীরা। অরুণ কুমার নামে ওই কনস্টেবল আরও জানতে চান যে যেখানে গাড়িতে চালক ছাড়া ২ জনের বেশি আরোহী থাকার কথা নয় সেখানে কেন ৩ জন যাত্রা করছেন? জানান এটাও লকডাউন আইন ভঙ্গ করছে। অবশেষে কড়া ভাষায় তিরস্কার করে গাড়িটি তিনি ছাড়েন বটে, তবে জানিয়ে দেন এরপর এই গাড়ি যদি আইন ভাঙে তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তিনি।
গাড়িটি বেরিয়ে যায়। নিজের কাজ চালিয়ে যান অরুণ কুমার। কয়েক ঘণ্টা পর পুলিশের ওপরতলা থেকে তাঁকে জানানো হয় তাঁকে জেলাশাসক শাবাশ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সেইসঙ্গে ২ হাজার টাকার একটি টোকেন অর্থ পুরস্কারও তাঁকে দেওয়া হয়েছে সঠিকভাবে নিজের কর্তব্য পালনের জন্য। কারণ অরুণ কুমার যে গাড়িটি আটকান সেই গাড়িতে বসেছিলেন উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার জেলাশাসক রবীন্দ্র কুমার। তিনি বেরিয়েছিলেন সারপ্রাইজ ভিজিটে। আর তখনই তাঁর গাড়ি আটকান কনস্টেবল অরুণ কুমার। কর্তব্য পালনে অবিচল থাকার এই ঘটনায় পুলিশ মহলেও জনপ্রিয় হয়ে উঠেছে অরুণ কুমার নামটি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা