National

সহকর্মীর গুলি ঢুকল পাকস্থলীতে, মৃত পুলিশ আধিকারিক

মাঝরাতে বাথরুম ব্যবহার করতে গিয়েই ঘটে গেল ভয়ংকর ঘটনা। পুলিশ আধিকারিকের বাথরুমে যেতে গিয়ে সহকর্মীর বন্দুক থেকে ছুটল গুলি। গিয়ে লাগল পেটে।

Published by
News Desk

তখন প্রায় মাঝরাত। পুলিশ স্টেশনের চারতলাতেই থাকতেন সাব-ইন্সপেক্টর পদে কর্মরত ৫৭ বছরের বিজেন্দ্র সিং। ওই পুলিশ স্টেশনেই তাঁর সহকর্মী হিসাবে ছিলেন ৫৩ বছরের নরেন্দ্র পাল সিং। নরেন্দ্র মাঝেমধ্যে বিজেন্দ্র-র ঘরে যেতেন বিজেন্দ্রর বাথরুম ব্যবহার করতে। পুলিশ জানাচ্ছে গত শুক্রবার রাতেও নরেন্দ্র গিয়েছিলেন বিজেন্দ্রর চারতলার ঘরে। বাথরুম ব্যবহার করতে বিজেন্দ্রর ঘরে পৌঁছনোর পর আচমকাই নরেন্দ্রর সার্ভিস পিস্তল থেকে গুলি চলে যায়। আর তা সোজা গিয়ে লাগে বিজেন্দ্রর পেটে।

গুলি চলার আওয়াজ পৌঁছয় একতলায় পুলিশ স্টেশনে। কর্মরত পুলিশ কর্মীরা দ্রুত ছোটেন চারতলায়। নরেন্দ্র তাঁদের সব কথা জানান। নরেন্দ্র ও অন্য পুলিশ কর্মীরা দ্রুত বিজেন্দ্রকে নিয়ে কাছের একটি নার্সিং হোমে ছোটেন। কিন্তু গুলি লেগেছিল পাকস্থলীতে। চিকিৎসকেরা তাঁকে পরীক্ষার পর জানান ততক্ষণে বিজেন্দ্রর মৃত্যু হয়েছে। বিজেন্দ্র মারা যাওয়ায় নরেন্দ্র প্রমাদ গোনেন।

পুলিশ জানাচ্ছে, বিজেন্দ্র মারা যেতেই নরেন্দ্র সেখান থেকে চম্পট দেন। এদিকে তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। গাজিয়াবাদ যাওয়ার পথে পুলিশের হাতে ধরা পড়ে যান নরেন্দ্র। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার বিবি নগর পুলিশ স্টেশনে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk