National

মদের দোকান খোলার আর্জি জানিয়ে সরকারকে চিঠি দিলেন রাজ

এমএনএস প্রধান রাজ্যের সব মদের দোকান খোলার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন। তিনি হিসেব কষে দেখিয়েছেন কত টাকা সরকারের কোষাগারে জমা পড়তে পারে।

Published by
News Desk

মহারাষ্ট্রে লকডাউন শুরু হয়েছে গত ১৮ মার্চ থেকে। তবে থেকেই সব মদের দোকান বন্ধ। রেস্তোরাঁ বন্ধ। প্রথমে রাজ্যে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন চলার কথা বলা হয়। তারপর তা কেন্দ্রীয় সরকারি ঘোষণা মত ১৪ এপ্রিল পর্যন্ত বর্ধিত হয়েছিল। তারপর তা ৩ মে পর্যন্ত বর্ধিত হয়েছে। আরও কতদিন লকডাউন চলবে তা জানা নেই। একথা জানিয়ে এই পরিস্থিতিতে লকডাউনে রাজ্যে মদের দোকান খোলার আর্জি জানিয়ে সম্পর্কে তুতোভাই তথা রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি দিলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে।

রাজ ঠাকরে জানিয়েছেন, তিনি অ্যালকোহল গ্রাহকদের চাহিদা পূরণের উদ্দেশ্যে এই আর্জি সরকারের কাছে জানাচ্ছেন না। বরং সরকারি কোষাগারে যাতে অর্থ আসতে শুরু করে সেকথা মাথায় রেখেই একথা জানিয়েছেন। মদের দোকান খোলা হলে মদ বিক্রির ওপর প্রাপ্য কর সরকারের কোষাগারে ঢুকবে। রাজ হিসেব করে দেখিয়ে দিয়েছেন কত টাকা সরকারের কোষাগারে জমা পড়তে পারে।

রাজ ঠাকরের হিসাবে রাজ্যে মদের দোকান খুলে গেলে সরকার কর বাবদ দিনে ৪১.৬৬ কোটি টাকা, মাসে ১ হাজার ২৫০ কোটি টাকা এবং বছরে ১৪ হাজার কোটি টাকা পেতে পারে। রাজ আরও বলেছেন, মহারাষ্ট্রের মদ নিষিদ্ধ নয়। ফলে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নীতির কথা না ভেবে বরং প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত। যাতে রাজ্যের খাজনা বৃদ্ধি পায়। যদিও রাজ ঠাকরের আগেই এই বিষয়ে মুখ খুলেছেন মহারাষ্ট্র সরকারের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপি। তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে যদি কেনাকাটা হয় তাহলে মদের দোকান খোলায় কোনও সমস্যা তিনি দেখছেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk