National

তান্ত্রিকের পরামর্শে মেয়েকে হত্যা করল বাবা

এক তান্ত্রিকের কথা শুনে মেয়েকে হত্যা করতে হাত কাঁপল না বাবার। তান্ত্রিক ও ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

Published by
News Desk

সন্ধের পর থেকেই মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না মা। ২ বছরেরে মেয়ে। দুধের শিশু বলাই ভাল। কোথায় গেল সে? এলাকা তন্নতন্ন করে খুঁজতে থাকেন তিনি। কিন্তু ছোট্ট মেয়েটা হারিয়ে গেছে, অথচ বাবার কোনও ভ্রুক্ষেপ নেই। এতটুকু বিচলিত নয় সে। স্বামীর এমন আচরণে সন্দেহ হয় মহিলার। মেয়েকে খুঁজে না পাওয়া সত্ত্বেও বাবা হয়ে এতটা নিশ্চিন্ত থাকতে পারা যায় কী? ওই মহিলার সন্দেহ হয়। তিনি সোজা হাজির হন পুলিশ স্টেশনে।

পুলিশ ওই মহিলার কাছে অভিযোগ পাওয়ার পর তাঁর স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের প্রশ্নের মুখে এক সময় ভেঙে পড়ে ওই ব্যক্তি। জানায় সেই হত্যা করেছে ২ বছরের মেয়েকে। কারণ তাকে এক তান্ত্রিক জানিয়েছে ওই মেয়েকে হত্যা করলে তার গৃহে শান্তি ফিরবে। তাই সংসারে শান্তি ফেরাতে সে একাজ করেছে।

পুলিশ এরপর ওই ব্যক্তি ও অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে। ওই ব্যক্তি ও তান্ত্রিক একই ইট ভাটায় কাজ করত। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে শিশুকন্যার দেহটি উদ্ধার করে ইট ভাটা থেকে। যে কোদাল দিয়ে তাকে হত্যা করা হয় সেই কোদালটিও উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের কাঁকরোলি এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk