কলকাতায় পুলিশকর্মীদের জন্য পিপিই কিট নিয়ে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, ছবি - আইএএনএস
করোনা মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে একদম সামনে দাঁড়িয়ে লড়াই করে যাচ্ছেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। এই চরম পরিস্থিতিতে তাঁদের লড়াইকে সেলাম জানাচ্ছেন সকলেই। কিন্তু তার মধ্যেও কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেই চলেছে। সেখানে স্বাস্থ্যকর্মীরা চরম হেনস্থার শিকার হচ্ছেন। মারধরের শিকার হচ্ছেন। করোনা মহামারি মোকাবিলায় যখন স্বাস্থ্যকর্মীরা তাঁদের আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন সেখানে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার কিছুতেই মানা হবে না বলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি স্পষ্ট করে দিয়েছিল আগেই। এবার স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় অর্ডিন্যান্স আনল কেন্দ্রীয় সরকার।
দ্যা এপিডেমিক ডিজিজেস (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২০, নামে এই অধ্যাদেশে স্পষ্ট করে দেওয়া হয়েছে যাঁরাই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে দেখা যাবে তাঁদের গ্রেফতার করা হবে। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হবে। এই সংক্রান্ত মামলায় তদন্ত ৩০ দিনের মধ্যে শেষ করতে হবে। আর ১ বছরের মধ্যে ফয়সালা হয়ে যাবে তাঁদের কী শাস্তি হতে চলেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর একথা জানান।
এই অর্ডিন্যান্স নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অর্ডিন্যান্সই বুঝিয়ে দিল চিকিৎসার সঙ্গে যুক্ত মানুষজনকে রক্ষা করতে কেন্দ্র কতটা বদ্ধপরিকর। ট্যুইট করে একথা জানান প্রধানমন্ত্রী। যাঁরা কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন তাঁদের সুরক্ষা নিয়ে কোনও আপোস করতে যে কেন্দ্র রাজি নয় তা এই অর্ডিন্যান্স থেকেই পরিস্কার বলে জানান তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
খাবার বললে কলকাতা শহরের জুড়ি নেই। এবার নতুন ধারনার খাদ্যাভ্যাসেও সেরা হল কলকাতা। তাও আবার…
তিনি শারীরিকভাবে অপারগ। এটা জানার পর এক ব্যক্তি তাঁর প্রতিবেশিকে ভাড়া করেন তাঁর স্ত্রীকে অন্তঃসত্ত্বা…
তাকে ফিরে পেতে এখন হন্যে হয়ে খুঁজছেন সকলে। যে সে পুতুল নয়। একাই স্ট্র্যাটোস্ফিয়ার ঘুরে…
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…