National

করোনাকে হারিয়ে দিলেন ৮৫ বছরের বৃদ্ধা

করোনাকে হারিয়ে যুদ্ধ জয় করে ফিরলেন বৃদ্ধা, হাততালি দিয়ে অভিনন্দন জানালেন চিকিৎসকেরা।

Published by
News Desk

গত ৫ এপ্রিল করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েন বৃদ্ধা। তারপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। ৮৫ বছর বয়সের বৃদ্ধাকে আর তাঁরা ফিরে পাবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন পরিবার-পরিজনেরা। আশঙ্কার কারণ রয়েছে। বিশ্বজুড়েই করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ৬০ বছরের বেশি মানুষের। ৭৫-এর ওপর বয়স হলে ঝুঁকি আরও বেশি। অন্তত খতিয়ান তাই বলছে। এই অবস্থায় চিকিৎসা শুরু হয় ওই বৃদ্ধার।

১৬ দিনের লড়াই শেষে করোনাকে কিন্তু হারিয়ে দিলেন বৃদ্ধা। সুস্থ হয়ে বাড়ি ফিরলেন তিনি। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার বাসিন্দা ওই মহিলাকে কোভিড হাসপাতাল হয়ে ওঠা কিমস সাভিরা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এদিন তিনি ছাড়াও আরও ৪ জন সুস্থ হয়েছেন। সকলেই ছাড়া পেয়েছেন হাসপাতালে থেকে। প্রত্যেকেই এদিন হাসপাতাল থেকে বেরিয়ে এসে আঙুল দিয়ে ভিকট্রির প্রতীক তুলে ধরেন। বৃদ্ধা আসেন হুইল চেয়ারে।

যে ৫ জন সুস্থ হয়ে উঠেছেন তাঁদের মধ্যে বৃদ্ধা একজনই। ফলে তাঁর করোনাকে হারিয়ে ফিরে আসা নিয়েই চর্চা হয়েছে সবচেয়ে বেশি। চিকিৎসক থেকে হাসপাতাল কর্মী, সকলেই ওই মহিলা বাড়ি ফেরার আগে তাঁকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। পরে ৫ জনকেই হাসপাতালের অ্যাম্বুলেন্সে বাড়ি পাঠানো হয়। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায় ৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts