National

ভারতে একদিনে ১ হাজার পার করল আক্রান্তের সংখ্যা

দেশের মধ্যে হটস্পট খোঁজা এবং গ্রিন জোন খোঁজার কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে তা স্থির করা হচ্ছে বলে জানিয়েছেন লব আগরওয়াল।

Published by
News Desk

ভারতে করোনা সংক্রমণের শিকার বেড়েই চলেছে। যদিও দেশ জুড়ে এখন লকডাউন রয়েছে। তবু আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে বিরাম নেই। বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ৩৫ জন করোনা পজিটিভ মানুষ পাওয়া গিয়েছে বলে এদিন জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তিনি জানান, এখনও পর্যন্ত সাকুল্যে দেশে করোনা সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৪৩৯ জন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

লব আগরওয়াল জানান, দেশে ক্রমশ করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে ওঠার সংখ্যা বাড়ছে। এই মুহুর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগী রয়েছেন ৯ হাজার ৭৫৬ জন। সুস্থ হয়ে ফিরে গেছেন ১ হাজার ৩০৫ জন। শতাংশের হিসাবে যা দাঁড়ায় ১১.৪১। এদিকে দেশে করোনা রোগীদের নির্ধারিত প্রোটোকল মেনে চিকিৎসা করা হচ্ছে বলে জানিয়েছেন লব আগরওয়াল। বিশেষত তাঁদের, যাঁরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি।

দেশের মধ্যে হটস্পট খোঁজা এবং গ্রিন জোন খোঁজার কাজ চলছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে তা স্থির করা হচ্ছে বলে জানিয়েছেন লব আগরওয়াল। হটস্পটগুলির ক্ষেত্রে পরিস্কার গাইডলাইন রাজ্য সরকারগুলি দিয়েছে। এখানে বিশেষ দল পাঠিয়ে নতুন কোনও করোনা রোগী রয়েছেন কিনা তার খোঁজ চলছে। নিয়ন্ত্রিত জায়গাগুলিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের যোগানের সঙ্গে যুক্ত ব্যক্তি বাদে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছেনা। তা কঠোরভাবে পালিত হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts