National

মদের টানে মিথাইল অ্যালকোহল, চরম পরিণতি

অ্যালকোহলের প্রয়োজন মেটাতে মিথাইল অ্যালকোহলকে বেছে নেন তাঁরা। যা পরিচিত মিথানল নামে। গত সোমবার তাঁরা ৫ জনে বসে সেই মিথানল পান করেন নেশা করার জন্য।

Published by
News Desk

লকডাউনে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাইরে কোনও দোকান খোলা নেই। ফলে বন্ধ মদের দোকান। এদিকে মদের নেশা ক্রমশ তাদের অধৈর্য করে তুলেছিল। ফলে ৫ জনে মিলে অন্য রাস্তা বার করেন।

অ্যালকোহলের প্রয়োজন মেটাতে মিথাইল অ্যালকোহলকে বেছে নেন তাঁরা। যা পরিচিত মিথানল নামে। গত সোমবার তাঁরা ৫ জনে বসে সেই মিথানল পান করেন নেশা করার জন্য।

সোমবার মিথানল পান করার পর মঙ্গলবার সকালেই ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে ১ জন চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না। কিছু পরেই তাঁর মৃত্যু হয়। বাকি ৪ জনের চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা তাঁদের বাঁচানোর সবরকম চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু তারপরও বুধবার সকালে আরও ২ জনের মৃত্যু হয়।

সব মিলিয়ে ৫ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। এখনও যমে মানুষে টানাটানি চলছে ২ জনের সঙ্গে। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলায়।

এর আগেও তামিলনাড়ুতে মদের টানে অন্য তরল পান করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মানুষ। তারপরও কিছু মানুষের হুঁশ ফেরেনি। মদের বিকল্প হিসাবে কার্যত তাঁরা বিষ বেছে নিচ্ছেন। বেছে নিচ্ছেন নানা রাসায়নিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk