National

পুলিশের ওপর ধারাল অস্ত্র নিয়ে হামলা, কাটা পড়ল পুলিশ আধিকারিকের হাত

কার্ফু পাস চাইতেই ওই ৫ জনের সঙ্গে পুলিশের ঝগড়া বেঁধে যায়। খুব অল্প সময়ের মধ্যেই ঝগড়া চরমে পৌঁছয়। অভিযোগ তারপরই গাড়ি থেকে ৫ জন বেরিয়ে আসে।

Published by
News Desk

গোটা দেশের সঙ্গে পঞ্জাব জুড়ে চলছে লকডাউন। জারি হয়েছে কার্ফু। এই অবস্থায় কাউকে বাড়ি থেকে বার হতে মানা করেছে পঞ্জাব সরকার। করোনা রুখতে এটাই আপাতত একমাত্র রাস্তা। এই অবস্থায় রবিবার ভোরে এক ভয়ংকর কাণ্ড ঘটে গেল পাটিয়ালার সবজি মান্ডির কাছে।

একটি গাড়িতে সফররত ৫ নিহাঙ্গের পথ আটকায় পুলিশ। নিহাঙ্গরা ধারাল তরোয়াল সঙ্গে রাখে। তাদের রাস্তা আটকে পুলিশ জিজ্ঞেস করে কার্ফুর মধ্যে তারা কেন রাস্তায় বার হয়েছে? তাদের সঙ্গে কার্ফু পাস আছে কিনা তা দেখতে চান পুলিশ আধিকারিকরা।

কার্ফু পাস চাইতেই ওই ৫ জনের সঙ্গে পুলিশের ঝগড়া বেঁধে যায়। খুব অল্প সময়ের মধ্যেই ঝগড়া চরমে পৌঁছয়। অভিযোগ তারপরই গাড়ি থেকে ৫ জন বেরিয়ে আসে। তারপর ধারাল অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ ছাড়া সেখানে সরকারি আধিকারিকরাও হাজির ছিলেন। ৫ জনের ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত হতে থাকে পুলিশ। একজন সাবইন্সপেক্টর পদাধিকারীর হাত কেটে নেয় ওই ৫ জন। এছাড়া ২ জন পুলিশ কর্মীকে গুরুতর জখম করে তারা।

কাটা হাত নিয়েই হরজিত সিং নামে ওই পুলিশ আধিকারিককে দ্রুত সেখান থেকে চণ্ডীগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরই তাঁর হাত জোড়া লাগানোর জন্য অস্ত্রোপচার শুরু করেন ২ চিকিৎসক।

পঞ্জাব পুলিশের ডিজি দিনকর গুপ্তা ট্যুইট করে জানান, তাঁরা প্রার্থনা করছেন যেন অস্ত্রোপচার সফল হয়। এদিকে অভিযুক্ত ৫ জনকে একটি গুরুদ্বারের কাছ থেকে গ্রেফতার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk