লব আগরওয়াল, ছবি - আইএএনএস
শুক্রবার বিকেল থেকে শুরু করে শনিবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হলেন নতুন করে ১ হাজার ৩৫ জন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। ভারতে এতদিন একদিনে করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকলেও তা একদিনে ১ হাজার পার করেনি। এদিন সেটাও করে ফেলল।
ভারতে মোট সংক্রমিতের সংখ্যা শনিবার দাঁড়াল ৭ হাজার ৪৪৭ জনে। একদিনে মৃত্যু হয়েছে ৪০ জনের। ফলে করোনায় ভারতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৯ জনে। ৬৪২ জন এদিন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকার একসঙ্গে কাজ করছে। রাজ্যগুলিকে ভেন্টিলেটর, পিপিই, এন৯৫ মাস্ক পর্যাপ্ত পরিমাণে পাঠানো হচ্ছে। তাছাড়া তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, দেশে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধ যথেষ্ট পরিমাণে রয়েছে।
প্রসঙ্গত করোনা চিকিৎসায় কিছুটা হলেও কাজে লাগা হাইড্রক্সিক্লোরোকুইনাইন নিয়ে নানা কথা রটছে। তা ভারতের হাতে পর্যাপ্ত রয়েছে কিনা সে প্রশ্নও উঠছে বিভিন্ন মহলে, বিভিন্ন মানুষের মনে। সে বিষয়ে এদিন কার্যত নিশ্চিত করল স্বাস্থ্যমন্ত্রক।
ভারতে করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ নিয়েও নানা প্রশ্ন উঠছে। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, লকডাউন সহ করোনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। তা যদি না করা হত তাহলে ভারতে ১৫ এপ্রিলের মধ্যে করোনা সংক্রমণের শিকারের সংখ্যা দাঁড়াত ৮ লক্ষ ২০ হাজারে। এরমধ্যে দিয়ে স্বাস্থ্যমন্ত্রক মানুষকে লকডাউনের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা