লব আগরওয়াল, ছবি - আইএএনএস
দেশে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিতের সংখ্যা কার্যত লাফ দিয়েছে।
এই একদিনে ৭৭৩ জনের দেহে করোনা পজিটিভ হিসাবে পাওয়া গিয়েছে। ফলে এক লাফে দেশে করোনা সংক্রমিতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৪ জনে।
একদিনে মৃত্যু হয়েছে ৩২ জনের। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জন। এমন এক পরিস্থিতিতে এবার দেশের বিভিন্ন জায়গায় স্থানীয় প্রশাসন উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।
স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে স্থানীয় প্রশাসনের তরফে প্রতিটি পরিবারে গিয়ে খোঁজখবর শুরু হয়েছে।
পরিবারে সকলে সুস্থ আছেন কিনা। কারও কোনও উপসর্গ আছে কিনা। পরিবারে কোনও ডায়াবেটিস রোগী বা হৃদরোগের সমস্যায় ভুগছেন এমন কেউ আছেন কিনা। সবই খোঁজ নেওয়া হচ্ছে। খোঁজ নেওয়া হচ্ছে কারও হাইপারটেনশন আছে কিনা সেটাও।
যে দল বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছে তারা পরিবারের সকলের ট্রাভেল হিস্ট্রিও নিচ্ছে। তাছাড়া তাঁরা কার কার সংস্পর্শে এসেছেন তারও খবর নিচ্ছে। লব আগরওয়াল জানান, করোনা চেন ভাঙতে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি হাতে হাত মিলিয়ে কাজ করছে। সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে।
এছাড়া প্রযুক্তিকেও কাজে লাগানো হচ্ছে। তিনি বলেন, করোনার মত একটি সংক্রামক ব্যাধির সঙ্গে লড়াই করছেন তাঁরা। এক্ষেত্রে একটা ব্যর্থতা পুরো প্রচেষ্টায় বড় ধাক্কা দিতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বিয়েটা আর পাঁচটা বিয়ের মতই হল। তবে তার মাঝে পাত্র যা করলেন তা সকলের মন…
রহস্যে ভরা মহাকাশের এক রহস্যের উন্মোচন করলেন ভারতীয় বিজ্ঞানীরা। যা অবশ্যই দেশের জন্য গর্বের। উন্মোচিত…
২০ বছর আগের কথা। গঙ্গাসাগর মেলায় তিনি হাজির হয়েছিলেন পুণ্য অর্জনের আশায়। তারপর আর তাঁর…
মার্কিন যুক্তরাষ্ট্র আর চিনের পরই শক্তি সূচকে ভারতের নাম। ২০২৫ সালের তালিকায় এই স্থান অবশ্যই…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…