National

পর্যটকদের গাড়ি আঁকড়ে ধরল সিংহ, গাড়ির পথ আটকাল সিংহী!

Published by
News Desk

বেঙ্গালুরুতে জঙ্গল সাফারির সময় পর্যটকদের গাড়িতে হানা দিল সিংহ দম্পতি। প্রথমে সিংহী গাড়ির পথ আটকায়। তারপরই জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসে ঝাঁকরা কেশরের সিংহ। গাড়িটাকে নিরীক্ষণ করে সপাটে সিংহ আঁকড়ে ধরে গাড়ির পিছনের অংশটাকে। গাড়িতে ততক্ষণে সকলের গলা শুকিয়ে গেছে। আতঙ্কে চিৎকার জুড়ে দেন তাঁরা। চালক একটু একটু করে গাড়ি এগোতে থাকেন। কিন্তু সামনে যে সিংহী পথ আগলে দাঁড়িয়ে! ফলে দ্রুত গাড়ি চালানো সম্ভব নয়। ধাক্কা লাগলে সিংহীর মৃত্যু হতে পারে। ততক্ষণে পিছনের অংশে সিংহ নিজের আক্রোশ দেখানো শুরু করেছে। এই অবস্থায় সিংহীর পাশে সামান্য জায়গা পেয়েই গাড়ির গতি বাড়ান চালক। আর তাতেই রক্ষে। গাড়ি গতি বাড়াতেই একটু এগিয়ে গাড়ি ছেড়ে পাশের জঙ্গলে ঢুকে পড়ে সিংহ। সরে যায় সিংহীও। গাড়ি আরও জোরে সিংহদের এলাকা ছেড়ে নিমেষে প্রাণ হাতে করে চম্পট দেয়। বন দফতরের বিশেষজ্ঞেরা মনে করছেন গাড়ির আওয়াজ সিংহ পরিবারের শান্তি বিঘ্নিত করায় তারা ক্ষেপে যায়। রোমহর্ষক এই ঘটনা ক্যামেরাবন্দি করেছেন পিছনের গাড়িতে থাকা পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর বানেরঘাটা ন্যাশনাল পার্কে। হাড়হিম করা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

 

Share
Published by
News Desk