National

প্রকাশিত হল রাম জন্মভূমি ট্রাস্টের লোগো

অনাড়ম্বরভাবেই প্রকাশ পেল শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের লোগো

Published by
News Desk

দেশ জুড়ে চলছে লকডাউন। করোনা উদ্বেগ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। এই সময়ে কোনও অনুষ্ঠান হওয়ার প্রশ্নই উঠছে। তাই অনাড়ম্বরভাবেই প্রকাশ পেল শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অফিসিয়াল লোগো।

বুধবার এই লোগো প্রকাশিত হল। হনুমান জয়ন্তীকে সামনে রেখে এই লোগো প্রকাশ করা হল। অযোধ্যায় এই লোগো প্রকাশিত হলেও এজন্য কোনও অনুষ্ঠান হয়নি। কোনও ভক্ত সমাগম হয়নি।

লোগোটি জুড়ে রয়েছে সূর্য। তার লেলিহান দীপ্ত শিখা জ্বলছে। তার মাঝে একদম মধ্যভাগে গেরুয়ার ওপর রয়েছে ভগবান রামের ছবি। সেই বৃত্তের বাইরে রয়েছে একটি লাল বৃত্ত। যেখানে লেখা আছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র।

নিচের দিকে ২ পাশে করজোড়ে রয়েছেন হনুমানজি। সূর্য বোঝাতে ব্যবহার করা হয়েছে লাল ও হলুদ শিখা।

লোগোটি প্রকাশিত হওয়ার পর তা বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।

অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হতে চলেছে তার দায়িত্বে রয়েছে এই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। এবার তাদের অফিসিয়াল লোগো বা প্রতীক চিহ্ন সামনে এল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk