National

২৯ জন আক্রান্ত, আলাদা করা হল মুম্বইয়ের হাসপাতাল

হাসপাতালের ২৯ জন করোনার শিকার জানার পরই দ্রুত ওই হাসপাতাল বন্ধ করে দিল মুম্বই পুরসভা

Published by
News Desk

কস্তুরবা হাসপাতাল থেকে ২ জন করোনা সংক্রমিত ও ২ জনকে করোনা সন্দেহে আনা হয়েছিল মুম্বইয়ের ওখার্ড হাসপাতালে। এটা দিন ১৫ আগের কথা। যে ২ জন সংক্রমিত অবস্থায় আসেন, তাঁদের আইসোলেশন ওয়ার্ডেই রাখা হয়েছিল।

কিন্তু যে ২ জনকে করোনা সন্দেহে আনা হয় তাঁদের রাখা হয়েছিল সাধারণ আইসিইউতে। মনে করা হচ্ছে সেখান থেকেই ছড়ায় হাসপাতালে সংক্রমণ। যা এখন ওই হাসপাতালের ৩ জন চিকিৎসক ও ২৬ জন নার্সকে সংক্রমিত করেছে।

হাসপাতালের ২৯ জন করোনার শিকার জানার পরই দ্রুত ওই হাসপাতাল বন্ধ করে দিল মুম্বই পুরসভা। প্রথমে আইসিইউতে কর্মরত ২ জন নার্সের দেহে করোনা পাওয়া যায়। তারপরই তা হাসপাতালের অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে।

মুম্বই পুরসভা এখন ওখার্ড হাসপাতালকে আলাদা করে দিয়েছে। সেখান থেকে কেউ বার হচ্ছেন না। কোনও নতুন রোগী ভর্তিও হচ্ছেন না। হাসপাতালে কর্মরত অন্য কর্মী থেকে শুরু করে প্রত্যেক রোগীর নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।

হাসপাতালে কর্মী ও রোগী মিলিয়ে রয়েছেন ২৭০ জন। এঁদের প্রত্যেকের লালারস সংগ্রহ করে তা পরীক্ষা করতে পাঠানো হয়েছে। দেখার চেষ্টা হচ্ছে কতজন এই ভাইরাসে কাবু হয়েছেন। কতজনের দেহে এই ভাইরাস বাসা বেঁধেছে।

এটাও দেখা হচ্ছে যে ওই হাসপাতালের চারধারে কতটা ছড়িয়েছে এই ভাইরাস। কারণ হাসপাতালের কর্মীরা তো বেরিয়েছিলেন এতদিন। সেখান থেকে কতটা ছড়িয়েছে তাও দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts