National

মদের বিকল্প খুঁজতে গিয়ে মৃত ৩

যাঁরা দৈনিক মদ্যপানে আসক্ত তাঁরা পানের জন্য মদ পাচ্ছেন না

Published by
News Desk

২১ দিনের লকডাউনে বন্ধ মদের দোকান। ফলে যাঁরা দৈনিক মদ্যপানে আসক্ত তাঁরা পানের জন্য মদ পাচ্ছেন না। এমনই ৩ আসক্ত মদের বিকল্প খুঁজতে গিয়ে প্রাণ হারালেন।

মদ না পেয়ে তার বিকল্প হিসাবে ৩ জন বাড়িতে রং করার রংয়ে ঔজ্জ্বল্য তৈরি করতে যে রাসায়নিক ব্যবহার করা হয় সেই বার্নিশ জলের সঙ্গে মিশিয়ে পান করেন। এর খুব অল্প সময়ের মধ্যেই ১ জন সেখানেই প্রাণ হারান। বাকি ২ জনকে অসুস্থ অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর চেঙ্গালপাত্তু জেলায়। চেঙ্গালপাত্তু হাসপাতালেই ২ জনকে অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয়। কিন্তু কিছুক্ষণ পর চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁদের মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে এই ঘটনা কিন্তু নতুন নয়। এর আগেও তামিলনাড়ুতেই এমন আরও একটি ঘটনা ঘটে। সেক্ষেত্রেও ৩ জন মদ্যপানে আসক্তর মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে ৩ দিন আগে পুডুকোট্টাই জেলায়। সেখানেও ৩ জন মদ্যপানে আসক্ত লকডাউনের জন্য মদের দোকান খোলা পাননি। মদের বিকল্প খুঁজতে তাঁরা সফট ড্রিংকসের সঙ্গে আফটার শেভ মিশিয়ে পান করেন। ওই মিশ্রণ পান করার পরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk