National

শতাধিক শিশুর প্রাণ কেড়েছে লিচু!

Published by
News Desk

২০১৪ সাল। মে মাস থেকে জুলাই মাসের মধ্যে বিহারের মুজফফরনগরের হাসপাতালে অজানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ৪০০ জনকে ভর্তি করা হয়। যাদের বয়স ১৬ বছরের কম ছিল। তাদের মধ্যে ১২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় গোটা দেশ জুড়ে হৈচৈ শুরু হয়ে যায়। শুধু ভারতীয় নয়, মার্কিন গবেষকরাও এনিয়ে গবেষণা শুরু করেন। আর সেই গবেষণা থেকে তাঁরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে মৃত্যু কারণ লিচু! খালি পেটে প্রচুর পরিমাণে লিচু কেড়ে নিয়েছে এতগুলো প্রাণ। তাঁরা আরও নিশ্চিত হয়েছেন একথা জেনে যে যারা মারা যায় সেসব শিশু, কিশোর সন্ধেবেলা খালি পেটে প্রচুর পরিমাণে লিচু খায়। পেট ভরে লিচু খাওয়াই তাদের অকাল মৃত্যু ডেকে আনে। লিচুই কেড়ে নেয় শতাধিক প্রাণ। তাই গবেষকরা সতর্ক করে জানিয়েছেন, খালি পেটে কখনই প্রচুর লিচু খাওয়া উচিত নয়। তা বিপজ্জনক হতে পারে!

 

Share
Published by
News Desk