Categories: National

আগুনে ছাই ইতিহাস

Published by
News Desk

পুড়ে ছাই হয়ে গেল দিল্লির জাতীয় প্রাকৃতিক ইতিহাস মিউজিয়াম। সোমবার রাত পৌনে ২টো নাগাদ মিউজিয়ামে আগুন লাগে। ঘটনাস্থলে একে একে হাজির হয় দমকলের ৪০টি ইঞ্জিন। আগুন নেভাতে হিমসিম খেতে হয় দমকলকর্মীদের। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়া শরীরে প্রবেশ করায় ছ’জন দমকলকর্মীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে মধ্যরাতে মিউজিয়াম বন্ধ থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে আগুনে মিউজিয়ামের বহু দুষ্প্রাপ্য জন্তু জানোয়ারের নমুনা ছাই হয়ে গেছে। প্রায় কিছুই বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দমকলকর্মীরা। মিউজিয়ামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক না থাকাই আগুন লাগার পিছনে প্রধান কারণ বলে জানিয়েছেন তাঁরা। জাতীয় প্রাকৃতিক ইতিহাস মিউজিয়াম পুড়ে যাওয়াকে বড় ক্ষতি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনার পর দেশের অন্যান্য জাতীয় প্রাকৃতিক ইতিহাস মিউজিয়ামের অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

Share
Published by
News Desk