National

তরুণী তথ্যপ্রযুক্তিকর্মী খুনে গ্রেফতার নিরাপত্তারক্ষী

Published by
News Desk

সফটওয়্যার ইঞ্জিনিয়ার রসিকা রাজুর মৃত্যু রহস্যের কিনারা করল পুলিশ। মুম্বইয়ের সিএসটি স্টেশন থেকে তথ্যপ্রযুক্তি সংস্থার পুনে অফিসের নিরাপত্তারক্ষী ভবেন সইকিয়াকে গ্রেফতার করে তারা। পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান ভবেনই বছর ২৫-এর রসিকাকে খুন করেছে। পুনের রাজীব গান্ধী ইনফোটেক পার্কে একটি অফিসে কর্মরত ছিলেন রসিকা। তাঁর সহকর্মীদের দাবি, অফিসের নিরাপত্তারক্ষী ভবেন রসিকাকে বিরক্ত করত। বাধ্য হয়ে এমন চলতে থাকলে তা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর ভয় দেখান রসিকা। পুলিশের ধারণা সম্ভবত সেই কারণেই রাত ৮টা নাগাদ রসিকা যখন কাজ করছিলেন তখন তাঁর গলায় কম্পিউটারের তার জড়িয়ে খুন করে চম্পট দেয় ভবেন। অবশেষে তাকে সিএসটি স্টেশন থেকে পাকড়াও করে পুলিশ।

 

Share
Published by
News Desk