National

ভারতে আরও বাড়ল করোনায় মৃতের সংখ্যা, সংক্রমিত ৬০০ ছাড়াল

Published by
News Desk

ভারতে বুধবার মৃত্যু হল আরও ২ জনের। করোনায় মৃতের সংখ্যা এরফলে গিয়ে ঠেকল ১২-তে। বুধবার ২ জায়গা থেকে মৃত্যুর খবর মিলেছে। বুধবার সকালেই চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যু হয় এক ৫৪ বছরের প্রৌঢ়ের। তিনি মাদুরাইয়ের বাসিন্দা। করোনায় কাবু ওই ব্যক্তি চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন। এটাই তামিলনাড়ুতে প্রথম করোনায় মৃত্যু।

বুধবার আরও এক করোনার শিকার বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উজ্জয়িনীর বাসিন্দা। বয়স হয়েছিল ৬৫ বছর। ইন্দোরের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। করোনার শিকার বলেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। মধ্যপ্রদেশে তিনি প্রথম একজন করোনার শিকার যাঁর মৃত্যু হল। এদিন তামিলনাড়ু ও মধ্যপ্রদেশ ২ জায়গাতেই প্রথম করোনায় মৃত্যুর খবর মিলল।

ভারতে সংক্রমিতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে এদিন। ৬০৬ জনে ঠেকেছে সংক্রমিত। বুধবার ৫২ জন নতুন করোনার শিকারের খোঁজ মিলেছে। সোমবারই ছিল এমন একটা দিন যেদিন ভারতে সর্বাধিক করোনার শিকারের খোঁজ মিলেছিল। ওইদিন ৯৯ জনের দেহে করোনা পাওয়া যায়। বিশ্বজুড়েও করোনায় মৃত্যু কিন্তু বেড়েই চলেছে। বিশ্বে বুধবার রাত পর্যন্ত ১৯ হাজার ৭৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লক্ষ ৪০ হাজার ৬৯৭ জন। সুস্থ হয়ে এখনও বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১২ হাজার ৩৬ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Coronavirus

Recent Posts